Tapas Roy: ‘বিজেপি নয়, আমার বাড়িতে ইডি পাঠিয়েছিলেন সুদীপ’, টিভিনাইন বাংলায় Exclusive তাপস রায়

Mar 05, 2024 | 5:19 AM

Tapas Roy: তাপস রায় বলেন, তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবন। যদি কেউ প্রমাণ করতে পারেন, কোনও দুর্নীতিতে তিনি যুক্ত, তাহলে নিজেই নিজের বিচারের দাবি তুলবেন। তাপস রায় বলেন, "আমি অন রেকর্ড বলব, আমি যদি কখনও এই নিয়োগ দুর্নীতি বা ৫২ বছরের রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে যেন দ্রুত কোর্টে বিচার হয়, শাস্তি হয়। না হলে আমাকে ও আমার পরিবারকে এই অপবাদ থেকে মুক্ত করা হয়।"

Follow Us

কলকাতা: সোমবার তৃণমূল ছেড়েছেন তাপস রায়। ইস্তফা দিয়েছেন বরানগরের বিধায়ক পদ থেকেও। আর দল ছেড়ে আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা তাপসের। টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাপস রায় জানালেন, ১২ জানুয়ারি তাঁর বৌবাজারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের সঙ্গে বিজেপির কোনও যোগই নেই। তাপস রায় সরাসরি বলেন, “ইডি পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।”

তাপস রায় বলেন, তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবন। যদি কেউ প্রমাণ করতে পারেন, কোনও দুর্নীতিতে তিনি যুক্ত, তাহলে নিজেই নিজের বিচারের দাবি তুলবেন। তাপস রায় বলেন, “আমি অন রেকর্ড বলব, আমি যদি কখনও এই নিয়োগ দুর্নীতি বা ৫২ বছরের রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে যেন দ্রুত কোর্টে বিচার হয়, শাস্তি হয়। না হলে আমাকে ও আমার পরিবারকে এই অপবাদ থেকে মুক্ত করা হয়।”

তাপস রায় জানান, তাঁর ৫২ বছরের রাজনৈতিক জীবনে বহু মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে। নাম করা সাংবাদিক, আইএএস, আইপিএসও আছেন সেই তালিকায়। সকলের কাছ থেকেই তিনি জেনেছেন, এই ঘটনায় বিজেপি যুক্ত নয় দল যুক্ত।

তাপস রায় বলেন, “আমার দলের লোক ২, ৪ ও ৭ জানুয়ারি বাড়িতে বসে বলেছে, তাপসের বাড়িতে ইডি রেড হবে। রেড যেদিন হয়েছে, সব তখন উল্লাস করছে, মজা দেখছে। সাংসদ, বিধায়ক সকলে।”

তাহলে প্রতিবাদ কি কেউ করেনি? তাপস রায় বলেন, “ছাত্র পরিষদের নেতা নেত্রীরা প্রতিবাদ করেছেন। যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রতিবাদ করেছেন। অন্য কোনও রাজনৈতিক দল আমার ছবি পোস্ট করলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর নির্দেশে কারও কারও কাজ ছিল তা ভাইরাল করা। এগুলো কেন বরদাস্ত করব?”

কলকাতা: সোমবার তৃণমূল ছেড়েছেন তাপস রায়। ইস্তফা দিয়েছেন বরানগরের বিধায়ক পদ থেকেও। আর দল ছেড়ে আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা তাপসের। টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাপস রায় জানালেন, ১২ জানুয়ারি তাঁর বৌবাজারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের সঙ্গে বিজেপির কোনও যোগই নেই। তাপস রায় সরাসরি বলেন, “ইডি পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।”

তাপস রায় বলেন, তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবন। যদি কেউ প্রমাণ করতে পারেন, কোনও দুর্নীতিতে তিনি যুক্ত, তাহলে নিজেই নিজের বিচারের দাবি তুলবেন। তাপস রায় বলেন, “আমি অন রেকর্ড বলব, আমি যদি কখনও এই নিয়োগ দুর্নীতি বা ৫২ বছরের রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে যেন দ্রুত কোর্টে বিচার হয়, শাস্তি হয়। না হলে আমাকে ও আমার পরিবারকে এই অপবাদ থেকে মুক্ত করা হয়।”

তাপস রায় জানান, তাঁর ৫২ বছরের রাজনৈতিক জীবনে বহু মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে। নাম করা সাংবাদিক, আইএএস, আইপিএসও আছেন সেই তালিকায়। সকলের কাছ থেকেই তিনি জেনেছেন, এই ঘটনায় বিজেপি যুক্ত নয় দল যুক্ত।

তাপস রায় বলেন, “আমার দলের লোক ২, ৪ ও ৭ জানুয়ারি বাড়িতে বসে বলেছে, তাপসের বাড়িতে ইডি রেড হবে। রেড যেদিন হয়েছে, সব তখন উল্লাস করছে, মজা দেখছে। সাংসদ, বিধায়ক সকলে।”

তাহলে প্রতিবাদ কি কেউ করেনি? তাপস রায় বলেন, “ছাত্র পরিষদের নেতা নেত্রীরা প্রতিবাদ করেছেন। যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রতিবাদ করেছেন। অন্য কোনও রাজনৈতিক দল আমার ছবি পোস্ট করলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর নির্দেশে কারও কারও কাজ ছিল তা ভাইরাল করা। এগুলো কেন বরদাস্ত করব?”

Next Article