
কলকাতা: পূর্বাভাস ছিল ৩ থেকে ৪ ডিগ্রি পারাপতনের। আবহাওয়া দফতর বলছে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৭ থেকে ৭৮ শতাংশ। যা কিছুদিন আগেও ৯০ শতাংশের উপরে উঠে যাচ্ছিল। এখ তা অনেকটাই নেমেছে। ফলে ধীরে ধীরে শুষ্ক হচ্ছে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে সকালের দিকে শীতের আমেজ পাওয়া যেতে পারে। তবে আগামী সপ্তাহে খুব বেশি পারাপতনের সম্ভাবনা নেই।
অন্যদিকে ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এবার ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করবে। পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সে কারণেই দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের গতিবিধির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও বাকি জেলাগুলির আকাশ মূলত পরিষ্কারই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। রাতে ও সকালের দিকে মিলবে শীতের আমেজ। কুয়াশারও দেখা মিলবে কিছু কিছু জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে। সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। উত্তরের জেলাগুলিতেও সকালের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বেশি পারাতন দেখা যেতে পারে মূলত রাতের দিকেই।