এক চামচ কপূরেই টাক মাথায় গজাবে চুল! শুধু এভাবে মেখে দেখুন

হাজার শ্য়াম্পু ব্যবহার করেও, মাথা থেকে খুসকি দূর হচ্ছে না? চিন্তা নেই। এবার কপূরের ম্যাজিকেই দূর হবে সব সমস্যা।

এক চামচ কপূরেই টাক মাথায় গজাবে চুল! শুধু এভাবে মেখে দেখুন
Image Credit source: Social Media

|

May 07, 2025 | 8:59 PM

মাথায় হাত দিলেই চুল পড়ছে? হাজার শ্য়াম্পু ব্যবহার করেও, মাথা থেকে খুসকি দূর হচ্ছে না? চিন্তা নেই। এবার কপূরের ম্যাজিকেই দূর হবে সব সমস্যা।

কীভাবে মাখবেন কপূর?

কপূরের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর। যা কিনা চুলের নানা সমস্যা দূর করে।

প্রথমে কপূর গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে। এবার গুঁড়ো কর্পূর নারকেল তেল বা অলিভ অয়েলে মিশিয়ে নিন। রাতে এই তেল ভাল করে মেখে মাসাজ করে নিন। পরের সকালে শ্যাম্পু করে ফেলুন। দেখবেন চুল ঝকঝকে হয়ে উঠবে। গোড়াও শক্ত হবে। সপ্তাহে অন্তত দুদিন এই তেল ব্যবহার করুন।

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ কপূর দিয়ে ফুটিয়ে নিন। সেই তেল ভাল করে মাথায় মেখে নিন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে চুল পড়া কমবে।