মাইনে মাত্র ৫০০ টাকা, পেট চালাতে কোন কাজ করতেন অমিতাভ

Jan 29, 2024 | 8:17 PM

Amitabh Unknow Story: লড়াইয়ের ময়দানে নেমে মাটি কামড়ে পড়ে থাকাটাই আসল। মাত্র কয়েকটা টাকার জন্য যাঁরা স্বপ্নকে বিক্রি করেননি, কোনও মতে সংসার চালাতে যাঁরা রোজগার করেছিলেন ঠিকই, তবে স্বপ্ন ভুলে নয়, তাঁরাই আজ শত শত মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

1 / 8
অমিতাভ বচ্চন, জীবন যুদ্ধে যিনি বারবার জয়ী হয়েছেন। বারবার পর্দার সামনে এসে যিনি লক্ষ্য লক্ষ্য দর্শকের মন জয় করেছেন। সকলের মনে রাজত্ব করতে চেয়েছিলেন, করছেনও।

অমিতাভ বচ্চন, জীবন যুদ্ধে যিনি বারবার জয়ী হয়েছেন। বারবার পর্দার সামনে এসে যিনি লক্ষ্য লক্ষ্য দর্শকের মন জয় করেছেন। সকলের মনে রাজত্ব করতে চেয়েছিলেন, করছেনও।

2 / 8
তবে লম্বার দৌড়ের যাঁরা পা বাড়ান, তাঁদের শুরুটা খুব একটা সহজ হয় না। অন্তত ইতিহাস তেমনই বলে। লড়াইয়ের ময়দানে নেমে মাটি কামড়ে পড়ে থাকাটাই আসল।

তবে লম্বার দৌড়ের যাঁরা পা বাড়ান, তাঁদের শুরুটা খুব একটা সহজ হয় না। অন্তত ইতিহাস তেমনই বলে। লড়াইয়ের ময়দানে নেমে মাটি কামড়ে পড়ে থাকাটাই আসল।

3 / 8
মাত্র কয়েকটা টাকার জন্য যাঁরা স্বপ্নকে বিক্রি করেননি, কোনও মতে সংসার চালাতে যাঁরা রোজগার করেছিলেন ঠিকই, তবে স্বপ্ন ভুলে নয়, তাঁরাই আজ শত শত মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

মাত্র কয়েকটা টাকার জন্য যাঁরা স্বপ্নকে বিক্রি করেননি, কোনও মতে সংসার চালাতে যাঁরা রোজগার করেছিলেন ঠিকই, তবে স্বপ্ন ভুলে নয়, তাঁরাই আজ শত শত মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

4 / 8
ব্যতিক্রমও বর্তমান। তবে অমিতাভ যে ব্যতিক্রমী নন তা জানা ছিল বহু আগেই। জীবনের প্রথম রোজগার মাত্র ৪৫০ টাকা। শিপিং ফার্মে কাজ করতেন তখন তিনি।

ব্যতিক্রমও বর্তমান। তবে অমিতাভ যে ব্যতিক্রমী নন তা জানা ছিল বহু আগেই। জীবনের প্রথম রোজগার মাত্র ৪৫০ টাকা। শিপিং ফার্মে কাজ করতেন তখন তিনি।

5 / 8
উদ্দেশ্য ছিল নিজেরটা নিজেই চালিয়ে নেওয়া। পরিবারের পাশে দাঁড়ানো। যদিও অমিতাভের পরিবার আর্থিকভাবে ছিল স্বচ্ছল।

উদ্দেশ্য ছিল নিজেরটা নিজেই চালিয়ে নেওয়া। পরিবারের পাশে দাঁড়ানো। যদিও অমিতাভের পরিবার আর্থিকভাবে ছিল স্বচ্ছল।

6 / 8
কারণ 'লম্বা কালো' ছেলেটিকে তখন খুব একটা কেউ পর্দায় চাইতেন না। তেমন পাঠ তিনি পাচ্ছিলেন না। তাঁকে আবিষ্কার করেছিলেন মৃণাল সেন।

কারণ 'লম্বা কালো' ছেলেটিকে তখন খুব একটা কেউ পর্দায় চাইতেন না। তেমন পাঠ তিনি পাচ্ছিলেন না। তাঁকে আবিষ্কার করেছিলেন মৃণাল সেন।

7 / 8
তবে একটাই অস্ত্রে সকলকে ধরাসাই করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। আর তা হল তাঁর কণ্ঠস্বর। সেই ভরাট কণ্ঠই তাঁকে বারবার সকলের নজরের কেন্দ্রে তুলে এনেছিল। ং

তবে একটাই অস্ত্রে সকলকে ধরাসাই করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। আর তা হল তাঁর কণ্ঠস্বর। সেই ভরাট কণ্ঠই তাঁকে বারবার সকলের নজরের কেন্দ্রে তুলে এনেছিল। ং

8 / 8
সেই অমিতাভ বচ্চনই আজ সকলের সেরা। শেহনশাহ, বলিউডের অভিভাবকও বলা চলে। তাঁকে ছাড়া যেন আজ কিছুই হয় না। সকলের নয়নের মণি বিগ বি মানেই ভক্তমনে চরম উন্মাদনা।

সেই অমিতাভ বচ্চনই আজ সকলের সেরা। শেহনশাহ, বলিউডের অভিভাবকও বলা চলে। তাঁকে ছাড়া যেন আজ কিছুই হয় না। সকলের নয়নের মণি বিগ বি মানেই ভক্তমনে চরম উন্মাদনা।

Next Photo Gallery