
বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে, প্রিমিয়ারে শাহরুখ-জায়া গৌরী খানকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় আজ পর্যন্ত। তাঁর স্বামী শাহরুখ খান মহিলাদের মধ্যে এত্ত জনপ্রিয়। শাহরুখও মহিলাদের প্রতি অতিমাত্রায় নরম। স্ত্রী হিসেবে তাঁর হিংসা হয় না?

এই প্রশ্নের জবাবে গৌরী বলেছিলেন, প্রথম দিকে তাঁর অসুবিধা হলেও, পরের দিকে তিনি আর নিরাপত্তাহীনতায় ভোগেননি। তিনি শাহরুখকে চেনেন। স্বামী যে তাঁকে কত্তখানি ভালবাসেন, তা তিনি জানেন। ফলে নিরাপত্তাহীনতার প্রশ্নই নেই।

তবে একবার নাকি খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। গৌরীর এক বান্ধবীর প্রতি কিং খানের মাত্রাতিরিক্ত 'ঘনিষ্ঠতা' নাকি সংসারটাই ভেঙে দিচ্ছিল দু'জনের। গৌরীর সেই বান্ধবীকে নাকি গোপনে বিয়েও করেছিলেন শাহরুখ, এমন গুঞ্জনও রটেছিল।

কে ছিলেন গৌরীর সেই বান্ধবী? কীভাবে স্বামীর জীবন থেকে তাঁকে দূর করেছিলেন গৌরী, সে এক কাহিনি। এমন মুচমুচে প্লট সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দিতে পারে।

গৌরীর সেই বান্ধবীর নাম প্রিয়াঙ্কা চোপড়া। 'ডন' ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করার আগে থেকেই গৌরী-প্রিয়াঙ্কার অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্কে সকলেই জানতেন। তাঁদের একসঙ্গে দেখা যেত নানা পার্টিতে।

তারপর বান্ধবীর স্বামীর দিকেই নাকি হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি মজবুত করছিলেন। কিং খানের সঙ্গে ছবির অফার আসে। এবং তারপরই গৌরীর পাশাপাশি শাহরুখের সঙ্গেও বন্ধুত্ব বাড়তে থাকে প্রিয়াঙ্কার।

কেরিয়ারের শুরু থেকে জুহি চাওলা, দিব্যা ভারতী, মাধুরী, কাজল, রানী মুখোপাধ্যায় থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, প্রীতি জ়িন্টা, করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা... একাধিক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ। প্রত্যেকের সঙ্গেই পর্দায় মাখো-মাখো রোম্যান্স করেছেন তিনি। কিন্তু কোনওদিনও কোনও অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ায়নি। একমাত্র প্রিয়াঙ্কা চোপড়াই ব্যতিক্রম।

গৌরী নাকি বিষয়টা জানতে পেরে ভয়ানক ক্ষেপে গিয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখের সঙ্গে আর সংসার করবেন না। সেই সময় তাঁদের দুই সন্তান সুহানা এবং আরিয়ান অনেক ছোট। তৃতীয় পুত্র আব্রামের জন্মই হয়নি। সুহানা-আরিয়ানকে নিয়ে বাড়ি ছাড়েন গৌরী।

শাহরুখের বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন গৌরী। সিদ্ধান্তও নিয়ে নিয়েছিলেন, বিয়েটা ভেঙেই ফেলবেন। ডিভোর্সের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেনন গৌরী।

স্ত্রীর এই রূপ দেখে নাকি প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন শাহরুখ। গৌরীর কাছে গিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন শাহরুখ। স্বামীর মধ্য়ে পরিবর্তন দেখে ফিরেও এসেছিলেন গৌরী। ডিভোর্সের পরিকল্পনাও বন্ধ করে দিয়েছিলেন। তবে প্রিয়াঙ্কাকে নিজের জীবন থেকে বরাবরের মতো ছেটে ফেলে দিয়েছিলেন গৌরীও। তাঁকে নিজের সামাজিক পরিমণ্ডল থেকে বাদ দিয়েছিলেন চিরকালের মতো। এখনও প্রিয়াঙ্কা চোপড়া নামটা খান পরিবারের কাছে ব্রাত্য।