প্রেমিকের স্ত্রীকে দেখে গাড়িতে লুকোতেন হেলেন, সতীন সালমার সঙ্গে সত্যি কেমন সম্পর্ক হেলেনের?
Helen: খান পরিবারের সদস্য বলিউড তারকা হেলেন। সলমন, আরবাজ় এবং সোহেল খানের সৎ মা তিনি। এই তিন খানের বাবা সেলিম খানের সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় হেলেনের। সেই সময় সেলিম বিবাহিত। সালমা খানের স্বামী তিনি। শুরুতে সালমাকে কোন চোখে দেখতেন হেলেন। জানিয়েছেন সেই কথাই।