প্রেমিকের স্ত্রীকে দেখে গাড়িতে লুকোতেন হেলেন, সতীন সালমার সঙ্গে সত্যি কেমন সম্পর্ক হেলেনের?

Sneha Sengupta |

Jan 16, 2024 | 3:08 PM

Helen: খান পরিবারের সদস্য বলিউড তারকা হেলেন। সলমন, আরবাজ় এবং সোহেল খানের সৎ মা তিনি। এই তিন খানের বাবা সেলিম খানের সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় হেলেনের। সেই সময় সেলিম বিবাহিত। সালমা খানের স্বামী তিনি। শুরুতে সালমাকে কোন চোখে দেখতেন হেলেন। জানিয়েছেন সেই কথাই।

প্রেমিকের স্ত্রীকে দেখে গাড়িতে লুকোতেন হেলেন, সতীন সালমার সঙ্গে সত্যি কেমন সম্পর্ক হেলেনের?
হেলেন মনে করতেন, তাঁর জন্য এক বিবাহিত পুরুষের সঙ্গে সংসার করা যতখানি কষ্টের, তার চেয়ে অনেক বেশি কষ্টের সালমার সেই পরিস্থিতিতে থাকা।

Follow Us

Next Article