ক্লাসে প্রথম বেঞ্চে বসে ফিজ়িক্স শিক্ষককে ‘ইমপ্রেস’ করতে চাইতেন; স্কুল থেকেই আলোচনায় ছিলেন ঐশ্বর্য

Sneha Sengupta |

Jan 26, 2024 | 1:32 PM

Crush on Teacher: শাহরুখ খানের 'ম্যায় হু না' ছবিতে সুস্মিতা সেন ছিলেন তাঁর শিক্ষিকার চরিত্রে। সেই শিক্ষিকাকে দেখে মন বিগলিত হয়ে গিয়েছিল শাহরুখ অভিনীত চরিত্রটির। বাস্তবেও তারকাদের মন গলিয়ে দিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে সলমন খান... কোনও না কোনও সময় কোনও না কোনও টিচার মন চুরি করেছিলেনই তাঁদের। তালিকা কিন্তু বেশ লম্বা...

1 / 16
আয়ুষ্মান খুরানা : আয়ুষ্মানের জীবনে চিরস্থায়ী প্রেম তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ। কিন্তু এই আয়ুষ্মানেরই ক্রাশ হয়েছিল এক নয়, দু'জন টিচারের উপর।

আয়ুষ্মান খুরানা : আয়ুষ্মানের জীবনে চিরস্থায়ী প্রেম তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ। কিন্তু এই আয়ুষ্মানেরই ক্রাশ হয়েছিল এক নয়, দু'জন টিচারের উপর।

2 / 16
ক্লাস সিক্সে পড়ার সময় অঙ্কের শিক্ষিকা মনটা চুরি করে নিয়েছিলেন আয়ুষ্মানের। মন ফেরত পাওয়ার পরই একটু বড় অবস্থায় তিনি তা দিয়ে দিয়েছিলেন ইংরেজি শিক্ষিকাকে।

ক্লাস সিক্সে পড়ার সময় অঙ্কের শিক্ষিকা মনটা চুরি করে নিয়েছিলেন আয়ুষ্মানের। মন ফেরত পাওয়ার পরই একটু বড় অবস্থায় তিনি তা দিয়ে দিয়েছিলেন ইংরেজি শিক্ষিকাকে।

3 / 16
সিদ্ধার্থ মালহোত্রা : স্কুলে পড়ার সময় এক টিচারের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নবম শ্রেণিতে পড়ার সময় এক শিক্ষিকাকে দেখে তাঁর খুবই ভাল লেগেছিল।

সিদ্ধার্থ মালহোত্রা : স্কুলে পড়ার সময় এক টিচারের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নবম শ্রেণিতে পড়ার সময় এক শিক্ষিকাকে দেখে তাঁর খুবই ভাল লেগেছিল।

4 / 16
কিন্তু সেই টিচারের কাছে নিজের মনের কথা কখনওই ব্যক্ত করতে পারেননি সিদ্ধার্থ। সেই শিক্ষিকা তাঁকে বায়োজলি (পড়ুন জীবন বিজ্ঞান) পড়াতেন।

কিন্তু সেই টিচারের কাছে নিজের মনের কথা কখনওই ব্যক্ত করতে পারেননি সিদ্ধার্থ। সেই শিক্ষিকা তাঁকে বায়োজলি (পড়ুন জীবন বিজ্ঞান) পড়াতেন।

5 / 16
জন আব্রাহাম : শুরু থেকেই মহিলাদের ইমপ্রেস করেছিলেন অভিনেতা এবং মডেল জন আব্রাহাম। স্কুলেও তিনি ছিলেন বেশ জনপ্রিয়ই।

জন আব্রাহাম : শুরু থেকেই মহিলাদের ইমপ্রেস করেছিলেন অভিনেতা এবং মডেল জন আব্রাহাম। স্কুলেও তিনি ছিলেন বেশ জনপ্রিয়ই।

6 / 16
স্কুলে পড়ার সময় এক শিক্ষিকাকে মন দিয়ে ফেলেছিলেন জনও। নিজে মুখে স্বীকার করেছিলেন সেই কথাও। সময় যেতেই শিক্ষিকার প্রতি তাঁর সেই আকর্ষণ কমে এসেছিল।

স্কুলে পড়ার সময় এক শিক্ষিকাকে মন দিয়ে ফেলেছিলেন জনও। নিজে মুখে স্বীকার করেছিলেন সেই কথাও। সময় যেতেই শিক্ষিকার প্রতি তাঁর সেই আকর্ষণ কমে এসেছিল।

7 / 16
শাহরুখ খানের সঙ্গে 'জোশ', 'মহব্বতেঁ', 'দেবদাস'-এর মতো ছবিতে অভিনয় করার পর হঠাৎই দুটি ছবি থেকে বাদ পরেন ঐশ্বর্য রাই বচ্চন।

শাহরুখ খানের সঙ্গে 'জোশ', 'মহব্বতেঁ', 'দেবদাস'-এর মতো ছবিতে অভিনয় করার পর হঠাৎই দুটি ছবি থেকে বাদ পরেন ঐশ্বর্য রাই বচ্চন।

8 / 16
একদা বহু প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বিখ্যাত হওয়ার পর সলমন খান, বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। এই ঐশ্বর্যই একসময় প্রেমে পড়েছিলেন তাঁর এক শিক্ষকের। সেই সময় তিনি স্নাতক স্তরে লেখাপড়া করছিলেন। তাঁর ফিজ়িক্স (পড়ুন পদার্থ বিজ্ঞান) টিচারের প্রেমে পড়েছিলেন ঐশ্বর্য। সেই শিক্ষকের ক্লাসে এক্কেবারে সামনের বেঞ্চে গিয়ে বসতেন বিশ্ব সুন্দরী। উদ্দেশ্য ছিল একটাই, তাঁর শিক্ষককে নিজের প্রতি আকৃষ্ট করা।

একদা বহু প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বিখ্যাত হওয়ার পর সলমন খান, বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। এই ঐশ্বর্যই একসময় প্রেমে পড়েছিলেন তাঁর এক শিক্ষকের। সেই সময় তিনি স্নাতক স্তরে লেখাপড়া করছিলেন। তাঁর ফিজ়িক্স (পড়ুন পদার্থ বিজ্ঞান) টিচারের প্রেমে পড়েছিলেন ঐশ্বর্য। সেই শিক্ষকের ক্লাসে এক্কেবারে সামনের বেঞ্চে গিয়ে বসতেন বিশ্ব সুন্দরী। উদ্দেশ্য ছিল একটাই, তাঁর শিক্ষককে নিজের প্রতি আকৃষ্ট করা।

9 / 16
সলমন খান : ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিকও তাঁরই মতো এক টিচারের প্রেমে সাঁতার কেটেছিলেন। তিনি ছিলেন সলমনের স্কুলের শিক্ষিকা।

সলমন খান : ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিকও তাঁরই মতো এক টিচারের প্রেমে সাঁতার কেটেছিলেন। তিনি ছিলেন সলমনের স্কুলের শিক্ষিকা।

10 / 16
সলমন খান...

সলমন খান...

11 / 16
কঙ্গনা রানাওয়াত : মাত্র ১৭ বছর বয়সে হিমাচল প্রদেশ থেকে পালিয়ে এসেছিলেন মুম্বইয়ে। স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করে নামী নায়িকা হবেন। তাঁর ব্যক্তিজীবনও বেশ রঙিন। অসমবয়সি প্রেম থেকে শুরু করে প্রেমে প্রত্যাখ্যান--সবই সংবাদের শিরোনাম দখল করে নিয়েছে তাঁর।

কঙ্গনা রানাওয়াত : মাত্র ১৭ বছর বয়সে হিমাচল প্রদেশ থেকে পালিয়ে এসেছিলেন মুম্বইয়ে। স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করে নামী নায়িকা হবেন। তাঁর ব্যক্তিজীবনও বেশ রঙিন। অসমবয়সি প্রেম থেকে শুরু করে প্রেমে প্রত্যাখ্যান--সবই সংবাদের শিরোনাম দখল করে নিয়েছে তাঁর।

12 / 16
এই কঙ্গনাই একবার স্কুলে পড়ার সময় এক শিক্ষকের প্রেমে পড়েছিলেন। সেই সময় তিনিও সিদ্ধার্থ মালহোত্রার মতোই নবম শ্রেণির ছাত্রী ছিলেন। সেই শিক্ষকের জন্য সলমন খানের কালজয়ী গান 'চান্দ ছুপা বাদল মে' উৎসর্গ করেছিলেন কঙ্গনা।

এই কঙ্গনাই একবার স্কুলে পড়ার সময় এক শিক্ষকের প্রেমে পড়েছিলেন। সেই সময় তিনিও সিদ্ধার্থ মালহোত্রার মতোই নবম শ্রেণির ছাত্রী ছিলেন। সেই শিক্ষকের জন্য সলমন খানের কালজয়ী গান 'চান্দ ছুপা বাদল মে' উৎসর্গ করেছিলেন কঙ্গনা।

13 / 16
রণবীর কাপুর-- রণবীর কাপুর নন, তাঁর টিমকে একবার দেখা যায়, এক ভক্ত রণবীরের ভীষণ কাছাকাছি চলে আসায় তার ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।

রণবীর কাপুর-- রণবীর কাপুর নন, তাঁর টিমকে একবার দেখা যায়, এক ভক্ত রণবীরের ভীষণ কাছাকাছি চলে আসায় তার ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।

14 / 16
কিন্তু রণবীরের স্কুলের এক শিক্ষিকাকে ভাল লাগত। সেই কথা হয়তো অনেকেই জানেন না। ক্লাস ফাইভে পড়ার সময় স্কুলেরই এক শিক্ষিকাকে মন দিয়ে বসেছিলেন বলিউডের 'অ্যানিম্যাল'।

কিন্তু রণবীরের স্কুলের এক শিক্ষিকাকে ভাল লাগত। সেই কথা হয়তো অনেকেই জানেন না। ক্লাস ফাইভে পড়ার সময় স্কুলেরই এক শিক্ষিকাকে মন দিয়ে বসেছিলেন বলিউডের 'অ্যানিম্যাল'।

15 / 16
বরুণ ধাওয়ান : পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে অভিনেতা বরুণ ধাওয়ান এক প্রশিক্ষকের কাছে অভিনয় শিখেছিলেন। অভিনয় শিখতে-শিখতে তাঁর প্রতিই আকৃষ্ট হয়ে পড়েছিলেন।

বরুণ ধাওয়ান : পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে অভিনেতা বরুণ ধাওয়ান এক প্রশিক্ষকের কাছে অভিনয় শিখেছিলেন। অভিনয় শিখতে-শিখতে তাঁর প্রতিই আকৃষ্ট হয়ে পড়েছিলেন।

16 / 16
বরুণ ধাওয়ান- একবার বরুণ ধাওয়ান এক ভক্তের ফোন নিয়ে রীতিমত তাঁর টিমের সঙ্গে লোফালুফি খেলতে শুরু করে দিয়েছিলেন।

বরুণ ধাওয়ান- একবার বরুণ ধাওয়ান এক ভক্তের ফোন নিয়ে রীতিমত তাঁর টিমের সঙ্গে লোফালুফি খেলতে শুরু করে দিয়েছিলেন।