Be Careful: নতুন বছরে প্রিয়জনকে এই উপহার দিলেই বিপদ, বাড়বে অর্থকষ্ট

Dec 24, 2024 | 3:55 PM

New Year Gift: বাস্তুশাস্ত্র অনুসারে, নতুন বছরের প্রথম দিনে প্রিয়জনকে ভুল করে এই বিশেষ উপহার দেবেন না বা উচিত নয়, সম্পর্কে তিক্ততা আনতে পারে তাতে। কারণ এই বিশেষ উপহারের কারণে সারা বছরই আর্থিক সঙ্কটে পড়তে পারেন।

1 / 8
পলক গুনছেন সকলে, আসতে চলেছে ২০২৫ সাল। নতুন বছর। নতুন সূর্য ওঠার পালা। সব ভালর নতুন শুরু। আর সেইদিন আসতে আর বেশি বাকি নেই। আগামী নতুন বছর জীবনে বয়ে আসবে অগাধ সুখ-সমৃদ্ধি, এমনটাই সকলের ইচ্ছে।

পলক গুনছেন সকলে, আসতে চলেছে ২০২৫ সাল। নতুন বছর। নতুন সূর্য ওঠার পালা। সব ভালর নতুন শুরু। আর সেইদিন আসতে আর বেশি বাকি নেই। আগামী নতুন বছর জীবনে বয়ে আসবে অগাধ সুখ-সমৃদ্ধি, এমনটাই সকলের ইচ্ছে।

2 / 8
 নতুন বছরের প্রথম দিনে দেখা হলে শুভেচ্ছা প্রদানের পাশাপাশি উপহার দেওয়ারও রীতি রয়েছে। আগে গ্রিটিংস কার্ড, শুভেচ্ছার চিঠি, পেন, ডায়েরি, ক্যালেন্ডার দেওয়ার প্রচলন ছিল। এখন গিফট দেওয়ার ব্যবস্থা অন্য রকম হয়ে গিয়েছে। এই উপহার প্রদানের সঙ্গে সঙ্গে ভালোবাসা ও ঐক্যবোধ মিলেমিশে থাকে।

নতুন বছরের প্রথম দিনে দেখা হলে শুভেচ্ছা প্রদানের পাশাপাশি উপহার দেওয়ারও রীতি রয়েছে। আগে গ্রিটিংস কার্ড, শুভেচ্ছার চিঠি, পেন, ডায়েরি, ক্যালেন্ডার দেওয়ার প্রচলন ছিল। এখন গিফট দেওয়ার ব্যবস্থা অন্য রকম হয়ে গিয়েছে। এই উপহার প্রদানের সঙ্গে সঙ্গে ভালোবাসা ও ঐক্যবোধ মিলেমিশে থাকে।

3 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে, নতুন বছরের প্রথম দিনে প্রিয়জনকে ভুল করে এই বিশেষ উপহার দেবেন না বা উচিত নয়, সম্পর্কে তিক্ততা আনতে পারে তাতে। কারণ এই বিশেষ উপহারের কারণে সারা বছরই আর্থিক সঙ্কটে পড়তে পারেন।

বাস্তুশাস্ত্র অনুসারে, নতুন বছরের প্রথম দিনে প্রিয়জনকে ভুল করে এই বিশেষ উপহার দেবেন না বা উচিত নয়, সম্পর্কে তিক্ততা আনতে পারে তাতে। কারণ এই বিশেষ উপহারের কারণে সারা বছরই আর্থিক সঙ্কটে পড়তে পারেন।

4 / 8
নববর্ষে এই জিনিসগুলি উপহার হিসাবে কখনও দেবেন না--  নতুন বছর উপলক্ষে একে অপরকে উপহার দেওয়ার রীতি রয়েছে। তবে এমন কিছু উপহার রয়েছে, যেগুলি কাছের বা প্রিয়বন্ধুকেও দেওয়া উচিত নয়, সেগুলি কী কী, তা জেনে নিন এখানে…

নববর্ষে এই জিনিসগুলি উপহার হিসাবে কখনও দেবেন না-- নতুন বছর উপলক্ষে একে অপরকে উপহার দেওয়ার রীতি রয়েছে। তবে এমন কিছু উপহার রয়েছে, যেগুলি কাছের বা প্রিয়বন্ধুকেও দেওয়া উচিত নয়, সেগুলি কী কী, তা জেনে নিন এখানে…

5 / 8
নতুন বছরে কাউকে উপহার দিতে হলে পার্স বা ব্যাগ দেবেন না। তাতে অর্থের অভাব বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। কারণ টাকা পার্সে ও ব্যাগে রাখা হয়, আর কাউকে সেই উপহার দিলে অর্থের সংকটে পড়তে হতে পারে।

নতুন বছরে কাউকে উপহার দিতে হলে পার্স বা ব্যাগ দেবেন না। তাতে অর্থের অভাব বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। কারণ টাকা পার্সে ও ব্যাগে রাখা হয়, আর কাউকে সেই উপহার দিলে অর্থের সংকটে পড়তে হতে পারে।

6 / 8
নতুন বছরে প্রিয়বন্ধুকে উপহার দেওয়ার প্ল্যান থাকলে ভুল করেও জুতো ও চপ্পল উপহার দেবেন না। জ্যোতিষশাস্ত্রে, জুতা ও চপ্পলকে দারিদ্র্যের প্রতীক বলে মনে করা হয়। উপহার হিসাবে জুতো ও চপ্পল দেওয়া হলে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।

নতুন বছরে প্রিয়বন্ধুকে উপহার দেওয়ার প্ল্যান থাকলে ভুল করেও জুতো ও চপ্পল উপহার দেবেন না। জ্যোতিষশাস্ত্রে, জুতা ও চপ্পলকে দারিদ্র্যের প্রতীক বলে মনে করা হয়। উপহার হিসাবে জুতো ও চপ্পল দেওয়া হলে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।

7 / 8
নববর্ষ উপলক্ষে মূর্তি উপহার দেওয়া উচিত নয়। নেতিবাচকতার লক্ষণ এটি। বাস্তু অনুসারে, যদি কাউকে মূর্তি উপহার দেন, তাহলে অবশ্যই নিয়মও মেনে চলা উচিত। আর সেই নিয়ম মেনে না চলা হয়, তাহলে ভগবানকে অপমান করা হয়।

নববর্ষ উপলক্ষে মূর্তি উপহার দেওয়া উচিত নয়। নেতিবাচকতার লক্ষণ এটি। বাস্তু অনুসারে, যদি কাউকে মূর্তি উপহার দেন, তাহলে অবশ্যই নিয়মও মেনে চলা উচিত। আর সেই নিয়ম মেনে না চলা হয়, তাহলে ভগবানকে অপমান করা হয়।

8 / 8
বাড়িতে মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ বলে মনে করা হয়। তাই বাস্তুতেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই কাউকে উপহার হিসেবে মানি প্ল্যান্ট দেওয়া উচিত নয়। মানি প্ল্যান্ট দিলে অর্থ সঙ্কটের মুখোমুখি তো হবেনই,  দেবদেবীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে পারেন।

বাড়িতে মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ বলে মনে করা হয়। তাই বাস্তুতেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই কাউকে উপহার হিসেবে মানি প্ল্যান্ট দেওয়া উচিত নয়। মানি প্ল্যান্ট দিলে অর্থ সঙ্কটের মুখোমুখি তো হবেনই, দেবদেবীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে পারেন।

Next Photo Gallery