আমিরের মেয়ে জামাইয়ের সম্পত্তির এ কী হাল, বাবার ১ শতাংশও পাচ্ছে না ইরা?
Ira-Nupur Assets: যদিও ইরা খানকে খুব সাধারণ লুকেই বারবার ফ্রেমবন্দি হতে দেখা গেল। সলমন খানের বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে বিয়ের আগের দিন পরিবারের সকলকে নিয়ে সলমনের বাড়ি গিয়েছিলেন আমির খান।
1 / 8
ইরা খান, বয়স মাত্র ২৭ বছর। বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেন তিনি। ৩ জানুয়ারি বিয়ে করছেন তিনি। স্বামী নূপুর । বিয়ের আগেরদিনই শুরু সেলিব্রেশন।
2 / 8
যদিও ইরা খানকে খুব সাধারণ লুকেই বারবার ফ্রেমবন্দি হতে দেখা গেল। সলমন খানের বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে বিয়ের আগের দিন পরিবারের সকলকে নিয়ে সলমনের বাড়ি গিয়েছিলেন আমির খান।
3 / 8
মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত তিনি। তবে জমজমাট রাজকীয় ব্যাপার খুব একটা চোখে পড়ছে না। কারণ একটাই, তিনি খুব সাধারণ লুকেই প্রকাশ্যে আসছেন।
4 / 8
একশ্রেণি যেমন তাঁকে কটাক্ষ করছেন, তেমনই আবার অপর শ্রেণি সেলেব কন্যার এই সাধারণ লুক দেখে প্রশ্ন করছেন। তবে ইরা খান ছবির জগতে পা রাখেননি।
5 / 8
কত টাকার মালিক তিনি জানেন? পাত্রের সামর্থই বা কত? জানলে অবাক হবেন, ইরা খান মাত্র ৪.৯ কোটি টাকার মালিক। যেখানে তাঁর বাবা ১৮৬২ কোটির মালিক। তাঁর একটি এনজিও রয়েছে।
6 / 8
তবে এই টাকায় তাঁর বাবার অর্থের কোনও যোগ নেই। আমির খানের নয়, এটা সবটাই ইরার নিজের আয়। বাবার সম্পত্তির কতটা পাচ্ছেন বা পাবেন তিনি সেই বিষয় এখনও কোনও খবর মেলেনি।
7 / 8
অন্যদিকে নূপুর শিখরে অধিকাংশ সেলেবদের ট্রেইনার। যার মধ্যে সুস্মিতা সেনও রয়েছেন। পাশাপাশি তিনি আমির খানেরও ট্রেনার।
8 / 8
তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮.২ কোটি টাকা। যা ইরা খানের থেকে দ্বিগুন। সব মিলিয়ে বলা যায় ১২ কোটি আয় এই জুটির।