দেখা যাচ্ছে বক্ষবিভাজিকা, মেয়ে জাহ্নবীর সম্মান বাঁচাতে এ কী করে বসলেন শ্রীদেবী
Sridevi Janhvi Fight:; খোলা মেলা পোশাকে শ্রীদেবী দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি কখনই পছন্দ করতেন না শরীর দেখানো পোশাক। যা বর্তমানে জাহ্নবীর কাছে জলভাত। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় তাঁর এক একটি পোস্ট। অতীতেই তার প্রমাণ মিলেছিল একাধিকবার। তবে জানেন কী মা শ্রীদেবী একবার মেয়েকে প্রকাশ্যে কাঁদিয়ে ছেড়েছিলেন?
1 / 8
খুশি ও জাহ্নবী, দুজনকেই বেশ সামলে রাখতেন শ্রীদেবী। তাঁদের লুক থেকে শুরু করে তাঁদের পোশাক, সাজ সব বিষয় তাঁর মতামতই ছিল শেষ কথা। কিন্তু বর্তমানে দুই বোনই নিজের মর্জির মালিক।
2 / 8
খোলা মেলা পোশাকে শ্রীদেবী দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি কখনই পছন্দ করতেন না শরীর দেখানো পোশাক। যা বর্তমানে জাহ্নবীর কাছে জলভাত।
3 / 8
ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় তাঁর এক একটি পোস্ট। অতীতেই তার প্রমাণ মিলেছিল একাধিকবার। একবার এক পার্টিতে একটি গাউন পরেছিলেন জাহ্নবী, যেখানে দেখা যাচ্ছিল তাঁর বক্ষবিভাজিকা।
4 / 8
সামনে থাকা পাপরাজিৎরা ছেঁকে ধরে জাহ্নবীকে। কিন্তু ছবি তুলতে দিতে নারাজ ছিলেন সেদিন শ্রীদেবী, সকলের মাঝেই ভরা পার্টি থেকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন জাহ্নবীকে।
5 / 8
মেয়ের চোখের কোলে তখন সেলেব কন্যার জল। বিটাউনে তখনও ঘটেনি অভিষেক। তবে এখন তা অতীত, বর্তমানে জাহ্নবী কাপুর দাপিয়ে বেড়াচ্ছেন বি-টাউন, একের পর এক ছবি তাঁর নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল।
6 / 8
খোলামেলা পোশাকে পোজ় দিতে তিনি সিদ্ধ হস্ত। তবে মা থাকলে হয়তো এমনটা নাও হতে পারত। কারণ শ্রীদেবী তাঁকে জানিয়েছিলেন, পাপরাজিৎরা সমালোচনা করার কোনও সুযোগ ছাড়ে না।
7 / 8
এখানেই শেষ নয়, শ্রীদেবী তাঁকে জানিয়েছিলেন, তাই নিজেকে নিয়ে সচেতন হওয়া উচিৎ, যদিও জাহ্নবী নিজের ফ্যাশন নিয়ে যথেষ্ট সচেতন, খোলামেলা পোশাকে সাবলীলতাই এখন তাঁর অন্যতম বৈশিষ্ট্য।
8 / 8
যদিও বর্তমানে খোলামেলা পোশাক পরে রীতিমত নেটপাড়া কাঁপাচ্ছেন জাহ্নবী কাপুর, তাঁর বোল্ড লুক বারবার প্রশংসিত হয়েছে ভক্তমহলে।