শাহরুখের ‘চরিত্র’-এর এই ভুলগুলো কি আগে লক্ষ্য করেছিলেন?

Feb 06, 2024 | 9:00 PM

Shah Rukh Khan Movie Mistake: শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খানের এই ছবি রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিল। তবে জানেন কি, শাহরুখ খান অভিনীত সেই ছবিতে ঠিক কত ভুল ছিল? ২০ বছর ফিরে তাকালে কয়েকটা পয়েন্ট নজরে আসতেই পারে, চলুন দেখে নেওয়া যাক, সেগুলো কী কী?

1 / 8
২০০৩ সাল, 'কাল হো না হো' মুক্তি পেয়েছিল, সেই বছরের অন্যতম হিট ছবি। যা নিয়ে রীতিমত চর্চা ছিল তুঙ্গে। শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খানের এই ছবি রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিল।

২০০৩ সাল, 'কাল হো না হো' মুক্তি পেয়েছিল, সেই বছরের অন্যতম হিট ছবি। যা নিয়ে রীতিমত চর্চা ছিল তুঙ্গে। শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খানের এই ছবি রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিল।

2 / 8
তবে জানেন কি, শাহরুখ খান অভিনীত সেই ছবিতে ঠিক কত ভুল ছিল? ২০ বছর ফিরে তাকালে কয়েকটা পয়েন্ট নজরে আসতেই পারে, চলুন দেখে নেওয়া যাক, সেগুলো কী কী?

তবে জানেন কি, শাহরুখ খান অভিনীত সেই ছবিতে ঠিক কত ভুল ছিল? ২০ বছর ফিরে তাকালে কয়েকটা পয়েন্ট নজরে আসতেই পারে, চলুন দেখে নেওয়া যাক, সেগুলো কী কী?

3 / 8
বন্ধু হিসেবে নয়না চরিত্র মোটেও ভাল নয়। কারণ বন্ধুর মেদবহুল শরীর নিয়ে প্রতিটা মুহূর্তে তিনি খোঁচা দিয়ে থাকতেন। যা প্রকৃত বন্ধুর থেকে কখনই কাম্য নয়।

বন্ধু হিসেবে নয়না চরিত্র মোটেও ভাল নয়। কারণ বন্ধুর মেদবহুল শরীর নিয়ে প্রতিটা মুহূর্তে তিনি খোঁচা দিয়ে থাকতেন। যা প্রকৃত বন্ধুর থেকে কখনই কাম্য নয়।

4 / 8
জিয়া, যে প্রাথমিকভাবে প্রকাশ্যে এসেছিল দত্তক নেওয়া সন্তান হিসেবে, তার সঙ্গে দিদা যে ব্যবহারটা করতেন, সেটা মোটেও কাম্য নয়।

জিয়া, যে প্রাথমিকভাবে প্রকাশ্যে এসেছিল দত্তক নেওয়া সন্তান হিসেবে, তার সঙ্গে দিদা যে ব্যবহারটা করতেন, সেটা মোটেও কাম্য নয়।

5 / 8
শাহরুখ খান যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন, সেখানে দেখানো হয়েছিল, তিনি যখন তখন যার তার কথা শুনে ফেলতেন, যে কোনও ব্যক্তির গোপন তথ্যে হাত দিতেন। তা কখনই কাম্য নয়।

শাহরুখ খান যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন, সেখানে দেখানো হয়েছিল, তিনি যখন তখন যার তার কথা শুনে ফেলতেন, যে কোনও ব্যক্তির গোপন তথ্যে হাত দিতেন। তা কখনই কাম্য নয়।

6 / 8
রোহিত অর্থাৎ যে চরিত্রে অভিনয় করেছিলেন সইফ আলি খান, তিনি প্রতিটা মুহূর্তে যেভাবে প্রেম বদলাতেন, তাতে কোথাও গিয়ে নয়না অর্থাৎ প্রীতির জন্য প্রেমকে গুরুত্ব দেয় না।

রোহিত অর্থাৎ যে চরিত্রে অভিনয় করেছিলেন সইফ আলি খান, তিনি প্রতিটা মুহূর্তে যেভাবে প্রেম বদলাতেন, তাতে কোথাও গিয়ে নয়না অর্থাৎ প্রীতির জন্য প্রেমকে গুরুত্ব দেয় না।

7 / 8
শাহরুখ খানের এই ছবিতে যেভাবে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াকে সহজভাবে দেখিয়েছে, তা নিয়ে বর্তমানে প্রশ্ন থাকতেই পারত, যদিও তখন সেভাবে ছবি বিশ্লেষণ করেননি দর্শকেরা।

শাহরুখ খানের এই ছবিতে যেভাবে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াকে সহজভাবে দেখিয়েছে, তা নিয়ে বর্তমানে প্রশ্ন থাকতেই পারত, যদিও তখন সেভাবে ছবি বিশ্লেষণ করেননি দর্শকেরা।

8 / 8
মাত্র ছয় দিনে এক মহিলার মন পাওয়া যায়, সেই টিপসও কোথাও গিয়ে নীতি বিরুদ্ধ, কারণ বাস্তবটা এমন নয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রুলস-ও কোথাও গিয়ে ছবির খামতি হয়ে গিয়েছে।

মাত্র ছয় দিনে এক মহিলার মন পাওয়া যায়, সেই টিপসও কোথাও গিয়ে নীতি বিরুদ্ধ, কারণ বাস্তবটা এমন নয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রুলস-ও কোথাও গিয়ে ছবির খামতি হয়ে গিয়েছে।

Next Photo Gallery