‘প্রেম দিয়ে সব ভরানো যায় না’, টাকার অভাবে এই কাজ করতে বাধ্য হন রেখা
Rekha: রেখার সঙ্গে তাঁর বোঝাপড়ার সমস্যা ছিল। আর ঠিক সেই কারণে ছোটবেলাতেই রেখা বুঝে গিয়েছিলেন তাঁকেই সবটা সামাল দিতে হবে। চেষ্টাও করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে যেন নিজের লড়াইটা তাঁর কাছে বড্ড বেশি কঠিন হয়ে যায়।
1 / 8
রেখা, কেরিয়ারের শুরু থেকেই তাঁর স্টাগেল ছিল সকলের চোখে পড়ার মতো। কিন্তু পরিবার অর্থাৎ বাড়ির চার দেওয়ালের মধ্যে রেখার বেড়ে ওঠাও ছিল যন্ত্রণার।
2 / 8
একাধিক সাক্ষাৎকারে রেখাকে বলতে শোনা গিয়েছে যে তাঁর বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না। এমন কি তাঁর কোনও স্মৃতিও নেই সেভাবে। পরিবারের পাশে বাবাকে দাঁড়াতে কখনও দেখেনি সে।
3 / 8
রেখার সঙ্গে তাঁর বোঝাপড়ার সমস্যা ছিল। আর ঠিক সেই কারণে ছোটবেলাতেই রেখা বুঝে গিয়েছিলেন তাঁকেই সবটা সামাল দিতে হবে।
4 / 8
চেষ্টাও করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে যেন নিজের লড়াইটা তাঁর কাছে বড্ড বেশি কঠিন হয়ে যায়। পরিবারের বাকি সদস্যদের পাশে দাঁড়াতে ছাড়তে হয় লেখা পড়া।
5 / 8
এক সাক্ষাৎকারে রেখাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর বাবা মায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ কেমন? রেখা জানিয়েছিলেন, ভাল। প্রেম ছিল বটে।
6 / 8
তবে রেখা এও স্পষ্ট করে দিয়েছিলেন, যে প্রেম দিয়ে তো সবটা চলে না। পেটও ভরে না। প্রেম দিয়ে সব ভরানো যায় না। তাই রেখার কাঁধেই উঠে আসে সমস্ত দায়।
7 / 8
ছোট থেকে সেই লড়াইটা চালিয়ে ছিলেন রেখা। তারপর সিনেমার জগতে পা রাখা। স্বপ্ন ছিল অভিনেত্রী হবেন। দক্ষিণী দুনিয়া থেকে সফর শুরু।
8 / 8
আজ তাঁর পারিশ্রমিক আকাশ ছোঁয়া। মোটা টাকা মাইনে পান তিনি। রেখার আয় শুনলে এক কথায় অবাক হতে হয়। তবে শুরুটা ছিল না মোটেও সুখকর।