‘বউমাকে মিথ্যা কথা বলা শিখিয়ে এলেন’, ভাইপোর বাড়িতে পিসির যাওয়া নিয়ে তোপ দিলীপের
'উঁনি তো মিথ্যা কথার চ্যাম্পিয়ন।'
কালিয়াগঞ্জে দিলীপ ঘোষের সভা। তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন সিবিআই যাওয়ার আগে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গেলেন, প্রশ্ন তুলে রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ, “সিবিআই পৌঁছনোর আগে দিদিমণি পৌঁছে গেলেন। শিখিয়ে পড়িয়ে দিলেন কী বলতে হবে। উঁনি তো মিথ্যা কথার চ্যাম্পিয়ন। তাঁর মতো মিথ্যা কথা কেউ বলতে পারবেন না। এমন ভাবে বলেন, আপনি সন্দেহও করতে পারবেন না। বউমাকে শিখিয়ে দিয়ে এলেন কীভাবে মিথ্যা কথা বলতে হবে।”
Published on: Feb 24, 2021 06:19 PM