গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা শাসন করবে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি - টিভিনাইন বাংলা

গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা শাসন করবে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

Debasmita Chakraborty |

Feb 24, 2021 | 6:12 PM

প্রথমত কয়লা কাণ্ড নিয়ে মমতার পরিবারকে জড়ানো হয়েছে বলে বিজেপিকে পাল্টা তোপ দাগলেন তিনি।

সোমবারই ডানলপে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৮ ঘণ্টার মধ্যে সেই মাঠেই সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এদিনের সভা থেকে মূলত ত্রিমুখী আক্রমণ শানান। প্রথমত কয়লা কাণ্ড নিয়ে মমতার পরিবারকে জড়ানো হয়েছে বলে বিজেপিকে পাল্টা তোপ দাগলেন তিনি। দীর্ঘদিন ধরে বন্ধ ডানলপ কারখানা। ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী কোনও সুখবর দেন কিনা সেদিকে তাকিয়ে ছিলেন শ্রমিকরা। কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্যে সেরকম কোনও ঘোষণা উঠে আসেনি। এবার মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে সেই কারখানা বন্ধের ইস্যু দিয়ে কেন্দ্রকে নিশানা করলেন।