ঘরের বউকে কয়লা চোর বলছে, তোমার সারা গায়ে ময়লা: মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি - টিভিনাইন বাংলা

ঘরের বউকে কয়লা চোর বলছে, তোমার সারা গায়ে ময়লা: মমতা বন্দ্যোপাধ্যায়

Debasmita Chakraborty |

Feb 24, 2021 | 6:07 PM

সাহাগঞ্জের মাঠ থেকে তিনি বলেন, “ঘরের মা-বোনেদের বলছে, কয়লা চোর। বাড়ির বউকে কয়লা চোর বলছে।”

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন প্রারম্ভিক ভাষণে মোদীকে বিঁধেই সিবিআই প্রসঙ্গে চলে আসেন মমতা। সাহাগঞ্জের মাঠ থেকে তিনি বলেন, “ঘরের মা-বোনেদের বলছে, কয়লা চোর। বাড়ির বউকে কয়লা চোর বলছে।” তারপরই নরেন্দ্র মোদীর উদ্দেশে তাঁর বাক্যবাণ, “তোমার সারা গায়ে ময়লা লেগে আছে। নোটবন্দির টাকা কোথায় গেল, নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএনএল বিক্রি হচ্ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন জবাব দাও।” উল্লেখযোগ্যভাবে, তিনি এদিন আরও বলেন, বিজেপি-তে মেয়েদের সম্মান নেই। তিনি বলেন, “বিজেপি-তে মেয়েরা সুরক্ষিত নয়। আমাদের দলে দেখবেন মেয়েদের সম্মান, মায়ের সম্মান। পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ। মায়ের দেশ।” অর্থাৎ সব মিলিয়ে রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদ সাধারণ মা-বোন-কুলবধূদের উপর আক্রমণ হিসাবেই তুলে ধরতে চেয়েছেন মমতা, এমনই মনে করা হচ্ছে।