
চিকেন তৈরিতে বলুন বা পাস্তা রান্নায়, একচিমটে কালো গোল মরিচের গুঁড়ো দিলেই স্বাদ হবে স্বর্গীয়। বাঙালির রান্নাঘরে কালো গোল 992393মরিচের ঝাঁঝ এখন অত্যন্ত চেনা। কালো গোল মরিচের মধ্যে যেমন আয়ুর্বেদিক গুণ রয়েছে, তেমনি জ্যোতিষশাস্ত্র মতেও রয়েছে বিশাল অবদান। এই কালো গোলমরিচের প্রতিকার মেনে চললে জীবনের দর্শনটাই পাল্টে যেতে পারে। বলা হয়, ব্ল্যাক ম্যাজিকের সময় গোল গোলমরিচের ব্যবহার বেশি। তবে এর ভাল গুণ নিয়ে কাজ মেনে চললে সারাজীবনের সমস্যার অবসান ঘটে। গোল মরিচের কিছু প্রতিকার জেনে নিন…
জীবন যদি ঝামেলায় পূর্ণ থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত কিছু কৌশল অবলম্বন করতে পারেন। এর মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন। কালো মরিচের এই টিপস মানলে আর্থিক অসুবিধা ও নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারেন। কালো মরিচের কিছু সহজ টিপস জীবনের অনেক সমস্যা কমিয়ে দিতে পারে। পাল্টে দিতে পারে জীবনের দর্শনটাই।
দিনরাত কঠিন পরিশ্রম করেও যদি অর্থের অভাবের সঙ্গে বারবার লড়াই করতে হয়, তাহলে কালো মরিচের এই কৌশলটি অবলম্বন করতে পারেন। এর জন্য ৫ দানা কালো মরিচ নিয়ে মাথার উপরে সাতবার আঘাত করুন ও একটি সংযোগস্থলের চার দিকে ফেলে দিন। এই প্রতিকারটি অনুসরণ করলে কোনও ব্যক্তির অর্থের অভাব হবে না।
যদি জীবনে শনির সাড়ে সাতি দশায় বিধ্বস্ত হন, তাহলে এই কালো মরিচের কৌশলটি শনি দোষ থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য কালো মরিচের কয়েকটি দানা একটি কালো কাপড়ে রেখে, তার মধ্যে ১১ টাকা কোনও গরিবকে দান করুন।
প্রধান দরজায় কালো মরিচ রাখেন এবং বাইরে যাওয়ার সময় তার উপর পা রেখে চলে যান, তাহলে সেই প্রতিকার কাজের বাধা দূর করে, গুরুত্বপূর্ণ কাজেও সাফল্য আনতে পারে।
ঘরের কোনও ব্যক্তির কুনজর থেকে মুক্তি পেতে হলে ৭টি কালো মরিচ নিয়ে ওই ব্যক্তির গায়ে ৭ বার আঘাত করে আগুনে পুড়িয়ে ফেলুন। বাপ বাপ বলে নেতিবাচক শক্তিও ঘর থেকে দূরে চলে যাবে।