একাধিক এক্স হ্যান্ডেল থেকে ভারত বিরোধী প্রচার, সেগুলো কি Bangladeshi বা Pakistani?
Bangladesh-Pakistan X Account: বিজেপি অভিযোগ করছে যে সব এক্স হ্যান্ডেলে ভারত বিরোধী ও সরকার বিরোধী প্রচার চলছে, সেগুলো পাকিস্তান, বাংলাদেশ বা তুরস্ক থেকে চলছে। আমেরিকাতেও একই সমস্যা। বিদেশ থেকে আমেরিকায় চলছে এক্স অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে ইউরোপ বা আমেরিকা থেকে চলছে এই অ্যাকাউন্ট।
আচ্ছা কোনও বিদেশি যদি মেসেজ করে, আপনার তো জানতে ইচ্ছা করবে সে কোন দেশের মানুষ? আর এবার সোশ্যাল মিডিয়া সাইট এক্সে এল নতুন এক ফিচার। ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’। জানা যাবে কোন দেশ থেকে সেই অ্যাকাউন্ট চলছে। আবার বিজেপি অভিযোগ করছে যে সব এক্স হ্যান্ডেলে ভারত বিরোধী ও সরকার বিরোধী প্রচার চলছে, সেগুলো পাকিস্তান, বাংলাদেশ বা তুরস্ক থেকে চলছে। আমেরিকাতেও একই সমস্যা। বিদেশ থেকে আমেরিকায় চলছে এক্স অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে ইউরোপ বা আমেরিকা থেকে চলছে এই অ্যাকাউন্ট। আর নতুন এই ফিচারের কারণে বিশ্বজুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ফেক অ্যাকাউন্টের পরিচয়।
Published on: Dec 02, 2025 05:47 PM