Disease From Kissing: চুমু থেকে এই রোগ, সাবধান!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 06, 2023 | 7:25 PM

জানেন কি সঙ্গী বা সঙ্গিনীকে চুমু খেতে গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটতে পারে। শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক ইপস্টেইন বার ভাইরাস। দেহ তরী কাম নদীতে বাইতে গিয়ে উঠতে পারে তুফান। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস তৈরি করে কিসিং ডিজিজ। সঙ্গী বা সঙ্গিনীর লালা, রক্ত আর যৌন রস থেকে সংক্রমিত হয় ইপস্টেইন বার ভাইরাস

শরীরী প্রেমের প্রথম সোপান চুম্বন। ঘন চুমুর আবেশে বুজে আসে চোখ। কিন্তু জানেন কি সঙ্গী বা সঙ্গিনীকে চুমু খেতে গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটতে পারে। শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক ইপস্টেইন বার ভাইরাস। দেহ তরী কাম নদীতে বাইতে গিয়ে উঠতে পারে তুফান। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস তৈরি করে কিসিং ডিজিজ। সঙ্গী বা সঙ্গিনীর লালা, রক্ত আর যৌন রস থেকে সংক্রমিত হয় ইপস্টেইন বার ভাইরাস। আক্রান্তদের গলা ব্যথা, ক্লান্তি, জ্বর হয়। লিম্ফ নোড বা লসিকা জালক গুলি ফুলে ওঠে। খিদে কমে যায়, সারা শরীরে ফুসকুড়ি দেখা যায়, পেশীতে প্রচণ্ড ব্যথা হয়। রোগের সংক্রমণ আরও বাড়লে টনসিল ফুলে যায়, শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়। অ্যানিমিয়া বাড়ে, স্প্লিন আকারে বড় হয়ে যায়। জন্ডিস জাতীয় রোগ বাড়ে। স্নায়বিক সমস্যা বাড়ে। অনেক সময়ে জটিল হৃদরোগের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতিতে অ্যান্টিভাইরাল ওষুধ কাজ করে না। সাধারণত স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে রোগীর চিকিৎসা করা হয়। প্রচুর জল পানের পরামর্শ দেওয়া হয়।