Ayodhya Dham Security News: নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা অযোধ্যা জুড়ে

rahul Sadhukhan |

Jan 16, 2024 | 1:46 PM

২২ শে জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বহু হেভিওয়েট ভিভিআইপিরা আসবেন অয্যোধ্যায়। তাই কড়া নিরাপত্তা অযোধ্যা জেলা জুড়ে।

২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা অয্যোধ্যা জুড়ে। উত্তর প্রদেশ রাজ্য প্রশাসন অয্যোধ্যার আশেপাশের ৬ টি জেলা থেকে অযোধ্যায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওই ৬টি জেলা প্রশাসনকে নির্দেশিকা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। উত্তর প্রদেশের অয্যোধ্যা জেলাকে ঘিরে রয়েছে ৬টি জেলা। আম্বেদকর নগর, সুলতানপুর, আমেঠি, বরাবাঁকি, গোন্ডা, বসতি।

এই জেলাগুলিতে যারা বসবাস করেন তাঁদের উত্তর প্রদেশ জেলা প্রশাসন জানিয়েছে, ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের তিন দিন আগে থেকে ঢোকা যাবে না অযোধ্যায়। ১৯ জানুয়ারি থেকে জারি হচ্ছে অযোধ্যা জেলায় ঢোকার ওপরে নিষেধাজ্ঞা।

২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বহু হেভিওয়েট ভিভিআইপিরা আসবেন অয্যোধ্যায়। তাই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জেলা জুড়ে। অয্যোধ্যার পুলিশ সুপার প্রবীন কুমার বলছেন, যারা আমন্ত্রিত নন তাঁদের অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দু তিন দিন আগে থেকে বহিরাগতদের অযোধ্যা থেকে সরানো হবে।শুধু তাই নয় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে অযোধ্যা পুলিশ। ট্রাফিক পুলিশ ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত হয়েছে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা ITMS।

ITMS সিস্টেমে যুক্ত করা হয়েছে অযোধ্যা শহরের ১৫০০ সিসিটিভি ক্যামেরা। সারা শহর জুড়ে অনবরত নজরদারি চালাবে এই ক্যামেরাগুলি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের মূল মন্দির অঞ্চলটি অযোধ্যা পুলিশের ইয়েলো জোন। এই ইয়েলো জোন মনিটর করবে ১০০০টি বিশেষ AI ক্যামেরা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি চালিত এই ক্যামেরাগুলিতে আছে। ফেস রেকগনিশন টেকনোলজি। ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে AI ক্যামেরাগুলি।

প্রশাসন জানিয়েছে সিসিটিভি ও AI ক্যামেরাগুলি একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে এখন তৎপর অযোধ্যা জেলা ও উত্তর প্রদেশ প্রশাসন।