China News: হঠাত্‍ বেড়েছে কলার বিক্রি কিন্তু কলা কেউ খাচ্ছে না—তাহলে হচ্ছেটা কী বলুন তো!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 06, 2024 | 8:57 PM

China News: কলাগুলোকে কিছুটা জলে চুবিয়ে রাখা হচ্ছে। যাতে শুকিয়ে না যায়। এক সপ্তাহের মধ্যে কলা পাকছে। রং সবুজ থেকে ক্রমশ হলুদ হচ্ছে। চিনারা বলছেন রোজ অফিসে গিয়ে এই যে সবুজ থেকে হলুদ রঙের দিকে যাওয়া।

চিনে হঠাত্‍ বেড়ে গেছে কলার বিক্রি। কিন্তু কলা কেউ খাচ্ছে না। তাহলে হচ্ছেটা কী বলুন তো। মানসিক চাপ কাটাতে। টেনশন ফ্রি হতে চিনারা কাজে লাগাচ্ছেন কলা। অফিসে কাজের চাপ তো আমাদের নিত্যসঙ্গী। চিনেও তাই। ওদেরও আমাদের মতই রোজ লম্বা সময় অফিসে থাকতে হয়। তো চিনারা করছে কী, অফিসে টেবিলে বা টেবিলের পাশে কোনও একটা জায়গায় সবুজ কলা রেখে দিচ্ছে। একটা-দুটো নয়। বেশ কয়েকটা একসঙ্গে। আর কলাগুলোকে কিছুটা জলে চুবিয়ে রাখা হচ্ছে। যাতে শুকিয়ে না যায়। এক সপ্তাহের মধ্যে কলা পাকছে। রং সবুজ থেকে ক্রমশ হলুদ হচ্ছে। চিনারা বলছেন রোজ অফিসে গিয়ে এই যে সবুজ থেকে হলুদ রঙের দিকে যাওয়া। কলার এই রং বদল দেখতে দেখতেই সমস্ত স্ট্রেস চলে যাচ্ছে। মন ভরে উঠছে এক অদ্ভূত ভালো লাগায়। কাজে গতি আসছে। মনে শান্তি আসছে। আপনা আপনিই মাথার ওপর থেকে চাপ কমে যাচ্ছে। ব্যাপারটা কীভাবে শুরু হয়েছিল বলি। কিছুদিন আগে জিয়াহোংসু নামে চিনের এক সোশ্যাল মিডিয়ায় এরকম অফিস ডেস্কে কলার ভিডিও পোস্ট হয়। সেই পোস্ট ভাইরাল হয়। মানুষ এতটাই প্রভাবিত হন যে তাঁরা নিজেরাই নিজেদের অফিসের টেবিলে কলা রাখতে শুরু করেন। তারপর গোটা দেশেই এই ট্রেন্ড ছড়িয়ে যায়। আর কী জানেন। অফিসে ডেস্কে আপনি একটা ছোট কলার কাঁদি রাখবেন। সেটাকে তো দেখতে ভালো হতে হবে। তাই না। চিনের ই-কমার্স সংস্থাগুলো। বিভিন্ন সুপার মার্কেট চেন। তারা কাস্টমারদের জন্য সুন্দর শেপে কলার কাঁদি কেটে দিচ্ছে। অনেকটা ফুলের বোকে তৈরির মতো ভাবতে পারেন আর কী। সবমিলিয়ে নতুন ধরনের ব্যবসা শুরু হয়ে গেছে। চিনাদেরই কেউ কেউ সন্দেহ করছেন যে কলা চাষিদের কোনও বড় সংগঠন হয়তো কলার বিক্রি বাড়ানোর জন্য এই ধরনের প্রচার শুরু করেছে। আর সেই ফাঁদে পা দিয়েছেন সাধারণ মানুষ। যাই হোক সত্যি মিথ্যে বলতে পারব না। আমি শুধু বলব কাল কলা নিয়ে অফিস যাবেন নাকি, ট্রাই করে দেখবেন ব্যানানা থেরাপি?