Banking App-এ সিঁদ কেটে ঢুকছে Chinese Virus, কীভাবে জালিয়াতি হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে?

Nov 04, 2025 | 3:33 PM

Chinese Virus, Financial Fraud: এতদিন আমাদের দেশে অনলাইন প্রতারণা বললেই নাম আসত জামতাড়ার। আর এবার সেই জামতাড়াকে টক্কর চিনা জালিয়াতদের। কী করছে চিন? আসলে, ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল অ্যাপে ঢুকে যাচ্ছে চিনা ভাইরাস।

নিরাপদ ও সুরক্ষিত অ্যাপে সিঁদ কেটে ঢুকে পড়ছে সাইবার জালিয়াতরা। আর এতে সেই অ্যাপ সংস্থারও কিছু করার নেই। কারণ? গ্রাহক নিজের অজান্তেই হয়তো সেই অ্যাপ খুলে দিয়েছে জালিয়াতদের কাছে। আসলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর এবার নজর রাখছে চিনা জালিয়াতরা।

এতদিন আমাদের দেশে অনলাইন প্রতারণা বললেই নাম আসত জামতাড়ার। আর এবার সেই জামতাড়াকে টক্কর চিনা জালিয়াতদের। কী করছে চিন? আসলে, ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল অ্যাপে ঢুকে যাচ্ছে চিনা ভাইরাস। তারা সেখানে বসে কপি করছে সব ডেটা। আর তারপর তা চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। আর মুহূর্তেই খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Published on: Nov 04, 2025 03:33 PM