Cyber Fraud News: সাইবার জালিয়াতিতে চুরি হাজার হাজার টাকা

Nandan Paul |

Dec 18, 2023 | 4:18 PM

Message Scam: ভেবেচিন্তে ব্যবহার করুন স্মার্টফোন। সম্প্রতি গুরগ্রামের একটি র‍্যাকেট ধরা পড়েছে জালিয়াতির দায়ে। তারা সাইবার জালিয়াতিতে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ডলার চুরি করেছে।

রোজই বাড়ছে সাইবার জালিয়াতি। ভেবেচিন্তে ব্যবহার করুন স্মার্টফোন। সম্প্রতি গুরগ্রামের একটি র‍্যাকেট ধরা পড়েছে জালিয়াতির দায়ে। তারা সাইবার জালিয়াতিতে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ডলার চুরি করেছে। একটি কল সেন্টার থেকে পপআপের মাধ্যমে মেসেজ পাঠাত তারা। স্ক্যামাররা প্রতারণার ফাঁদে ফেলে বিদেশিদের ফোনের রিমোট অ্যাক্সেস নিত। Team Viewer, Ultra Viewer, Anydesk অ্যাপ ব্যবহার করে বিদেশিদের ঠকানো হত। ৫০০ থেকে ১০০০ ডলার উধাও হয়ে যায়।

পুলিশি তদন্তে দেখা গেছে এভাবে ৭০ থেকে ৮০ হাজার উধাও করেছে প্রতারকরা। পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা বলছেন খুব সহজেই এড়ানো যায় এই জালিয়াতদের ফাঁদ। এই ধরনের পপ আপ মেসেজ অগ্রাহ্য করুন। এগুলোতে একবার ক্লিক করলেই ফাঁদে পড়বেন। ক্লিক করলেই ট্যাবলেট, কম্পিউটার বা ফোনে ম্যালওয়্যার ফাইল ইনস্টল হয়ে যাবে। তারপর ওই ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। তারপর তারা সহজেই পেয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য।