Delcy Rodríguez: মাদুরোর উত্তরসূরি! সুপ্রিম নির্দেশে ভেনেজুয়েলার দায়িত্ব পেলেন ডেলসি

|

Jan 05, 2026 | 12:11 AM

Venezuela's New Prez to Trump: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশেই এই দায়িত্ব পেয়েছেন ডেলসি। ক্ষমতা পেয়েই আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে সওয়াল করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করেছে সে দেশের আদালত। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশেই এই দায়িত্ব পেয়েছেন ডেলসি। ক্ষমতা পেয়েই আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে সওয়াল করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

অন্য়দিকে ডেলসি যখন ক্ষমতায় আসীন হলেন, সেই সময় মাদুরো বন্দি হয়েছেন নিউ ইয়র্কের জেলে। শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্টে বাসভবনে ঢুকে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন ডেল্টা ফোর্স। শনিবার যা ঘিরে বজায় থাকে উত্তেজনা। অবশেষে রবিবার মাদুরো পাঠানো হল নিউ ইয়র্কের জেলে।