Loading video

Teachers’s Protest Rally: ‘পথ ছাড়বেন না, পথেই মীমাংসা হবে’, বক্তব্য় অশীতিপর বৃদ্ধের

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 11, 2025 | 1:15 PM

শিয়ালদা থেকে ধর্মতলা, কলকাতার রাজপথে ফের নাগরিকদের কোলাহল, এবারের নাগরিক মিছিলে চাকরিহারাদের আর্তনাদ… চাকরীহারাদের মিছিলে শামিল হয়েছিলেন এক অশীতিপর বৃদ্ধও। জামার পেছনে লেখা ‘লজ্জা নেই!’ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলেন, ‘পথ ছাড়বেন না, পথেই মীমাংসা হবে। যতদূর যেতে হয় যাব। ওদের সর্বনাশ না দেখে ছাড়ব না…’ আর কী বললেন তিনি দেখুন ভিডিয়ো

শিয়ালদা থেকে ধর্মতলা, কলকাতার রাজপথে ফের নাগরিকদের কোলাহল, এবারের নাগরিক মিছিলে চাকরিহারাদের আর্তনাদ… চাকরীহারাদের মিছিলে শামিল হয়েছিলেন এক অশীতিপর বৃদ্ধও। জামার পেছনে লেখা ‘লজ্জা নেই!’ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলেন, ‘পথ ছাড়বেন না, পথেই মীমাংসা হবে। যতদূর যেতে হয় যাব। ওদের সর্বনাশ না দেখে ছাড়ব না…’ আর কী বললেন তিনি দেখুন ভিডিয়ো