Delhi Blast: দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড এই শাহিন?

Nov 12, 2025 | 11:57 AM

অভিযুক্তের গাড়ি থেকে উদ্ধার হয় AK47। এখনও পর্যন্ত মোট ৩৯ জনকে আটক করেছেন তদন্তকারীরা। এখানে উল্লেখ্য, ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটো, রিক্সা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব।

গতকাল জোড়া গাড়ি বিস্ফোরণ হয় দিল্লির লালকেল্লার কাছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলা চিকিৎসক শাহিনই এই বিস্ফোরণের মাস্টার-মাইন্ড। নাশকতার জন্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা জোগাড় করে সে। একাধিকবার জম্মু-কাশ্মীরও গিয়েছিল। অভিযুক্তের গাড়ি থেকে উদ্ধার হয় AK47। এখনও পর্যন্ত মোট ৩৯ জনকে আটক করেছেন তদন্তকারীরা। এখানে উল্লেখ্য, ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটো, রিক্সা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব।

Published on: Nov 11, 2025 10:49 PM