Ghorer Bioscope 2024: বক্তব্যের শুরুতেই বরুণ দাস জানান, তিনি মন খুলে কিছু কথা বলবেন। এরপর দক্ষিণী ছবির উদাহরণ টেনে বলেন, "আল্লু অর্জুনের আসার কথা ছিল, তবে ব্যস্ততার জন্য আসতে পারেননি। যা খবর পাচ্ছি পুস্পা ২ অগ্রিম বুকিং পঞ্চাশ কোটি টাকা পেরিয়ে গিয়েছে। অনুমান করছি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম দিনেই বক্স অফিসে তিনশো কোটি টাকা পেরিয়ে যাবে।"