অবন্তিকা প্রামাণিক। নেশার টানে পেশায় এসে সংবাদমাধ্যমে প্রায় চার বছর। জেলা-কলকাতায় ঘটে যাওয়া খবর নিয়েই ঝোঁক। রয়েছে রাজনীতির অলিগলি নিয়ে আগ্রহ। আর সংবাদ ছাড়া নেশা বলতে নাচ। আদিম তবু মনের কথা প্রকাশের এমন 'ছন্দবদ্ধ' পথ আর আছে নাকি!