CM Mamata Banerjee on Jaynagar Incident: এ দিন পুজো উদ্বোধনে গিয়ে শুরু থেকেই সাইবার ক্রাইমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। প্রসঙ্গ তোলেন এআই টেকনোলজির। বলেন, "আজকের দিনে এআই বেরিয়েছে। আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন কিন্তু ওইটা আমি নই। ফেক। এটাই এআই। এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে। আর সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদত দিয়ে চলে।"