Recruitment scam verdict: ‘RG Kar কাণ্ডেও দোষীর সাজা মকুব, আমাদের যেন মৃত্যুদণ্ড দিল’
Recruitment scam verdict: তবে পুরো প্যানেল বাতিলের খবর শুনতেই আর থাকতে পারলেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন। শুধু বললেন, 'প্লিজ...প্লিজ...প্লিজ...। আমি এখন কিছু বলব না...একটা ছেলে আছে।'

কলকাতা: একটি গাছের তলায় বসে ছিলেন। অপেক্ষে করছিলেন বৃহস্পতিবার কী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। তবে পুরো প্যানেল বাতিলের খবর শুনতেই আর থাকতে পারলেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন। শুধু বললেন, ‘প্লিজ…প্লিজ…প্লিজ…। আমি এখন কিছু বলব না…একটা ছেলে আছে।’ আর এক চাকরি হারা বললেন, ‘যেখানে আরজি কর কাণ্ডে দোষীর সাজা মকুব হয়ে যায়। সেখানে আমাদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হল।” কেউ আবার বললেন, “আমাদের আর পরীক্ষা দেওয়ার বয়স আছে? এতেই তো বউ-বাচ্চা-মা-এর সংসার চলে…।”
বৃহস্পতিবার ২০১৬ সালের শিক্ষক নিয়োগ মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। গোটা প্যানেল বাতিল হয়। কিন্তু যোগ্য-অযোগ্য সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। কিছু অযোগ্যকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা আর পরীক্ষায় বসতে পারবেন না। ১২ শতাংশ সুদের হারে বেতন ফেরত দিতে হবে। বাকি ২০ হাজার যোগ্য প্রার্থীরা পরীক্ষা বসতে পারবেন।
এই রায় শুনেই কেঁদে ফেলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের একাংশ দাবি করতে থাকেন দুর্নীতি করেননি। এক ব্যক্তি বলেন, “আমি আজ পর্যন্ত কোনও দিন দুর্নীতির সঙ্গে ছিলাম না। আমি অনেক খেটেছি। সারা জীবনের পরিশ্রম। আমার একটা ছেলে আছে।” আরও এক চাকরিহারা বলেন, “আমাদের তো সংবিধানে আছে। একজন নিরাপরাধ যেন সাজা না পায়। তাহলে…।”





