Tarique Rahman: ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান
Tarique Rahman Returns to Bangladesh: বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

ঢাকা: ১৭ বছর পর ঘরে ফেরা। বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সকাল ১১টার পর তাঁরা ঢাকায় পৌঁছন। ইতিমধ্যেই তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। বিমানবন্দরে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক বিএনপি নেতৃত্ব। ঢাকাতেই বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর অবশেষে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। দেশে ফিরতেই তারেক রহমান নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে”।
এদিকে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের বাড়ি ও অফিসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত থাকবে সেনাও।
অন্যদিকে, তারেক রহমানের প্রত্য়াবর্তনে দারুণ খুশি বিএনপি। আসন্ন বাংলাদেশ নির্বাচনে বিএনপি-কে আরও শক্তি জোগাবে তারেক রহমানের এই ঘরে ফেরা। আজ তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা পূর্বাচলে বিরাট সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
গতকাল থেকেই বিএনপির কর্মী সমর্থকরা ট্রেনে-বাসে করে সভাস্থলে আসতে শুরু করেছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তা জুড়ে ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’- এই ধরনের নানা পোস্টার ও স্লোগান লেখা দেখা যায়। সংবর্ধনা সভাস্থলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি।
প্রসঙ্গত, ২০০৬ সালে খালেদা জিয়াকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন শেখ হাসিনা। আওয়ামী লিগ ক্ষমতায় আসার পরই, ২০০৭ সালে দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে ব্রিটেনে যান তারেক। তখন থেকে সেখানেই থেকে গিয়েছিলেন। আর দেশে ফেরেননি। হাসিনা সরকারের পতনের পর অবশেষে আজ দেশে ফিরলেন তারেক রহমান।
