Virat Kohli: ইডেনের ফেন্সিং টপকে মাঠে, কোর্টে ওঠার সময়ও বললেন, ‘বিরাটের জন্য সব পারি…’,জানেন কে এই যুবক?
IPL 2025, KKR vs RCB: গতকালের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জানেন কি কে এই যুবক? যিনি দুঃসাহস দেখিয়ে এভাবে পৌঁছেছেন তাঁর 'ভগবান'-কে দেখবেন বলে?

সুপ্রিয়ো গুহ ও কৌস্তভ গঙ্গোপাধ্যায়
কলকাতা: ইডেনে গ্যালারি টপকে শনিবার মাঠে ঢুকে পড়েছিলেন যুবক। সোজা পৌঁছে যান বিরাট কোহলির কাছে। একদম মাটিতে শুয়ে প্রণাম করেন তাঁকে। পরে পুলিশ এসে সরিয়ে নিয়ে যায় ওই যুবককে। গতকালের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জানেন কি কে এই যুবক? যিনি দুঃসাহস দেখিয়ে এভাবে পৌঁছেছেন তাঁর ‘ভগবান’-কে দেখবেন বলে?
রবিবার ওই যুবককে তোলা হয়েছে আদালতে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ অপরাধমূলক অনুপ্রবেশ (criminal trespass) ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম ঋতুপর্ণ পাখিরা। তিনি বর্ধমানের বাসিন্দা। এই বছরই উচ্চ-মাধ্যমিক দিয়েছেন তিনি। গতকাল পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে তি নিই ঢুকে পড়েন মাঠে। তবে বিরাট যে তাঁর জীবনে ঠিক কতটা জায়গা নিয়ে রেখেছেন সে কথা আজ ফের বুঝিয়ে দিলেন ঋতুপর্ণ। এ দিন প্রিজন ভ্যান থেকে নামার সময় বললেন, “বিরাট আমার ভগবান। বিরাটের জন্য আমি সব করতে পারি…।”
উল্লেখ্য, শনিবারই কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে উদ্বোধন হয় আইপিএল-এর। সেই সময় আচমকা মাঠের মধ্যে ঢুকে পড়েন ঋতুপর্ণ। মাঠে তখন ব্যাট করছেন বিরাট। দৌড়তে-দৌড়তে ঋতুপর্ণ পৌঁছে যান বিরাটের কাছে। একদম শুয়ে পড়েন বিরাটের পায়ের সামনে। ইচ্ছা ছিল তাঁকে একটিবার স্পর্শ করে দেখার। সেটাও সম্পূর্ণ হয়। তবে মুহূর্তেই পুলিশ গ্রেফতার করে তাঁকে।





