Murshidabad News: মুর্শিদাবাদে ADG দক্ষিণবঙ্গ পৌঁছতেই ঘিরলেন এলাকাবাসী, জানালেন অভিযোগ
Murshidabad News: এ দিন, ঘটনাস্থলে যেতেই সাধারণ মানুষজন তাঁকে নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। কীভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন তাঁরা, সবটাই তুলে ধরেছেন। আজ ঘটনাস্থলেই গিয়েই সুপ্রতীম সরকার প্রশ্ন করেন, "কী হয়েছে? কী হয়েছে?"

এ দিন, ঘটনাস্থলে যেতেই সাধারণ মানুষজন তাঁকে নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। কীভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন তাঁরা, সবটাই তুলে ধরেছেন। আজ ঘটনাস্থলেই গিয়েই সুপ্রতীম সরকার প্রশ্ন করেন, “কী হয়েছে? কী হয়েছে?” তখনই এগিয়ে আসেন এলাকার মহিলারা। কার্যত অভিযোগ উগরে দেন তাঁরা। কীভাবে গোটা রাত তাঁরা কাটিয়েছেন, কী পরিস্থিতি হচ্ছে সবটাই জানিয়ে দেন তাঁরা।
এ দিকে, আজ সকাল থেকে পুলিশের একটি টিম ও আধা সেনা বেরিয়েছে তল্লাশিতে। কোথাও জমায়েত দেখলেই তাঁরা হঠিয়ে দিচ্ছেন সেখান থেকে। পাশাপাশি চলছে বিএসএফের টহলও। ধুলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও পাশের গ্রাম সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি জারি আছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বললেন, “আমি ভাবতেই পারিনি এমন হবে। এত বছর ধরে এখানে বাস করেছি কখনও হয়নি। আগে শুনেছি। কিন্তু এই প্রথম চোখে দেখলাম। আতঙ্কে রাতভর জেগে আছি।” এক ব্যবসায়ী বলেন, “বাড়িতে আসছে। তারপর সব জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে। একটা গাড়ি এখানে দাঁড়ানো ছিল। সেইটাও জ্বালিয়ে দিল।”

