Easyway to Fairness: চটজলদি ফর্সা ত্বক পেতে চান, ঘরে বানিয়ে ফেলুন এই প্যাক

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 07, 2023 | 8:48 PM

Skin Care: চিটচিটে আবহাওয়া তো আছেই। ফলে মুখ সবসময় চিটে হয়ে থাকে। এতে ধুলো-বালি অনেক বেশি জমে। বাড়ি ফিরে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে হবে না।

ফর্সা হওয়ার সহজ উপায়। আজকাল মানুষের পরিশ্রম অনেক বেশি। শারীরিক পরিশ্রম তো আছেই সঙ্গে মানসিক পরিশ্রমও বেশি। মানসিক চাপ মুখকে অনেক বেশি ক্লান্ত করে দেয়, মুখের উপর একটা কালো ছাপও পড়ে। সঙ্গে চিটচিটে আবহাওয়া তো আছেই। ফলে মুখ সবসময় চিটে হয়ে থাকে। এতে ধুলো-বালি অনেক বেশি জমে। বাড়ি ফিরে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে হবে না।

এইভাবে প্যাক বানিয়ে নিয়ে মুখে মাখুন

২ চামচ গোলাপ জলের সঙ্গে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। মুখের দাগ ছোপ দূর করতে এই গোলাপ জল আর গ্লিসারিন খুব ভাল কাজ করে। এবার এই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস আর হাফ চামচ কস্তূরী হলুদ মিশিয়ে দিতে হবে। এবার তা তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। এবার তা ১০-১৫ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখে খুব ভাল একটা গ্লো আসে

Published on: Aug 07, 2023 08:47 PM