IPAC Case: প্রধান বিচারপতিকে ইমেইল পাঠিয়ে কী আর্জি ইডির?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 09, 2026 | 8:59 PM

বিচারপতি শুভ্রা ঘোষ নিষেধ করেন এত চিৎকার না করার জন্য। তবে এজলাসের ভিতর শান্ত করা সম্ভব হয়নি। বিচারপতি জানিয়ে দেন মামলার শুনানি হবে ১৪ জানুয়ারি। তারপরই এ দিন ইডি প্রধান বিচারপতির কাছে আর্জি জানায়। তবে, প্রধান বিচারপতি জানিয়ে দেন, যেহেতু জুডিশিয়াল অর্ডার হয়েছে, তাই বদল করা সম্ভব নয়।

আজ দুপুর আড়াইটে নাগাদ শুনানি শুরু হয় এজলাসে। তবে কোর্টের ভিতরে চলছিল তুমুল হট্টগোল। বিচারপতি শুভ্রা ঘোষ নিষেধ করেন এত চিৎকার না করার জন্য। তবে এজলাসের ভিতর শান্ত করা সম্ভব হয়নি। বিচারপতি জানিয়ে দেন মামলার শুনানি হবে ১৪ জানুয়ারি। তারপরই এ দিন ইডি প্রধান বিচারপতির কাছে আর্জি জানায়। তবে, প্রধান বিচারপতি জানিয়ে দেন, যেহেতু জুডিশিয়াল অর্ডার হয়েছে, তাই বদল করা সম্ভব নয়। সেই কারণে ১৪ই জানুয়ারিতেই হবে শুনানি।

Published on: Jan 09, 2026 08:58 PM