Anandapur Fire: ঝলসে যাওয়া মোমোর কারখানা থেকে কী বেরল দেখুন…
একদিকে মোমো সংস্থার গোডাউন রয়েছে। অন্যদিকে, ডেকরের্টস সংস্থার গোডাউন রয়েছে। ডেকরের্টসের গোডাউনে রয়েছে প্রচুর কাঠের টেবিল। রয়েছে লোহা। এছাড়াও আছে থরে-থরে সাজানো ক্যান। দুপুর গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও দেখা নেই দমকল মন্ত্রী সুজিত বসু।
মোমো সংস্থার গুদামে আগুন। আটকে থাকা গুদামে ঝলসে মৃত্যু। গুদামে ছিল পাম তেল। আর তার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একদিকে মোমো সংস্থার গোডাউন রয়েছে। অন্যদিকে, ডেকরের্টস সংস্থার গোডাউন রয়েছে। ডেকরের্টসের গোডাউনে রয়েছে প্রচুর কাঠের টেবিল। রয়েছে লোহা। এছাড়াও আছে থরে-থরে সাজানো ক্যান। দুপুর গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও দেখা নেই দমকল মন্ত্রী সুজিত বসু।