CV Ananda bose: যুবভারতীতে ঢুকতেই পারলেন না রাজ্যপাল, বললেন, ‘বাংলা কি এভাবেই রাজ্যপালকে ট্রিট করে?’

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 13, 2025 | 10:22 PM

রাজ্যের সাংবিধানিক প্রধানের অভিযোগ, তিনি পৌঁছতেই নিভিয়ে দেওয়া হয়েছে আলো। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষুব্ধ রাজ্যপালের প্রশ্ন, "বাংলা কি এভাবেই রাজ্যপালকে ট্রিট করে?" তিনি আরও বলেন, "এ দিন রাজ্যপাল বোস বলেন, "আমার এডিসিকে বলা হয়েছিল ৩ নম্বর গেট আসতে। আমি সেই রকমই এসেছি। সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা। আমার রিপোর্ট তৈরি আছে।"

বেনজির বিশৃঙ্খলায় যুবভারতীতে। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা। তার মধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছেন আয়োজক শতদ্রু ঘোষ। এই নিয়ে যখন তীব্র উত্তেজনা চলছে, সেই সময় সন্ধেয় যুবভারতীতে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে মাঠে ঢুকতে পারেনি তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধানের অভিযোগ, তিনি পৌঁছতেই নিভিয়ে দেওয়া হয়েছে আলো। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষুব্ধ রাজ্যপালের প্রশ্ন, “বাংলা কি এভাবেই রাজ্যপালকে ট্রিট করে?” তিনি আরও বলেন, “এ দিন রাজ্যপাল বোস বলেন, “আমার এডিসিকে বলা হয়েছিল ৩ নম্বর গেট আসতে। আমি সেই রকমই এসেছি। সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা। আমার রিপোর্ট তৈরি আছে।”