Economy Of India: ১ নম্বরে চলেছে ভারতীয় অর্থনীতি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 1:23 PM

বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত। ২০৭৫এর মধ্যে আমেরিকা, জার্মানি ও জাপানের অর্থনীতিকে ছাপিয়ে যাবে ভারত। গোল্ডম্যান স্যাকসের একটি রিপোর্টের এই ভবিষ্যদ্বাণী। ওই রিপোর্ট আরও বলছে ভারতীয় অর্থনীতি হবে ৫২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত। ২০৭৫এর মধ্যে আমেরিকা, জার্মানি ও জাপানের অর্থনীতিকে ছাপিয়ে যাবে ভারত। গোল্ডম্যান স্যাকসের একটি রিপোর্টের এই ভবিষ্যদ্বাণী। ওই রিপোর্ট আরও বলছে ভারতীয় অর্থনীতি হবে ৫২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের। তখন চিনের জিডিপি হবে ৫৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের। তারপরেই থাকবে ভারতীয় অর্থনীতি। জনসংখ্যা, উৎপাদন ক্ষমতা, প্রযুক্তি ও বড় বিনিয়োগ ভারতীয় অর্থনীতিকে তুঙ্গে তুলবে। গোল্ডম্যান স্যাকস বলছে জনসংখ্যা ১,৪০,০০০০০ হলে ভারতের জিডিপি অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে। ভারতীয়দের গড় মাথাপিছু আয় বাড়ছে। ভারত স্বনির্ভর হচ্ছে। শিশু ও বয়স্কদের সঙ্গে কর্মক্ষমের অনুপাত বেশ ভাল জায়গায়। বিনিয়োগের হার বেড়েছে। উন্নত পরিকাঠামো বিনিয়োগ বান্ধব করে তুলেছে ভারতকে।

Flower In Space: ফুল ফুটল মহাকাশে
Space News: জল এল অন্য গ্রহ থেকে?
Flower In Space: ফুল ফুটল মহাকাশে
Space News: জল এল অন্য গ্রহ থেকে?