Indian Army New Weapon: হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 24, 2024 | 10:37 PM

আকাশ-মাটি-সাগরের পাশাপাশি মহাকাশেও রণসজ্জা। মহাকাশ থেকে দেশের ওপর হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ। পরমাণু সুরক্ষার আওতায় আসছে দেশের প্রতিটা ইঞ্চি, প্রতিটা কোণ। আমেরিকা চিন, রাশিয়ার পর চতুর্থ দেশ হওয়ার পথে ভারত। ভারতের হাতে এমন কী ব্রহ্মাস্ত্র আসছে?

আকাশ-মাটি-সাগরের পাশাপাশি মহাকাশেও রণসজ্জা। মহাকাশ থেকে দেশের ওপর হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ। পরমাণু সুরক্ষার আওতায় আসছে দেশের প্রতিটা ইঞ্চি, প্রতিটা কোণ। পরমাণু সুরক্ষা মানে পরমাণু হামলা ঠেকানো ও একসঙ্গে পাল্টা হামলার প্রস্তুতি। দায়িত্বে ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক কমান্ড। এই মুহূর্তে তাদের টপ-প্রায়োরিটি এমন এক নিরাপত্তা ব্যূহ যা শুধুমাত্র তিনটি দেশের কাছে আছে। যে কোনও জায়গায় পরমাণু হামলা-সহ যে কোনও আক্রমণ রুখে দেওয়ার প্রযুক্তি। আমেরিকা চিন, রাশিয়ার পর চতুর্থ দেশ হওয়ার পথে ভারত। ভারতের হাতে এমন কী ব্রহ্মাস্ত্র আসছে?

Published on: Jun 24, 2024 10:37 PM