KL Rahul: এশিয়া কাপে কেএল রাহুল?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 22, 2023 | 12:41 PM

KL Rahul In Asia Cup: ঋষভ পন্থ এখনও সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না। ২০২৪ এর আগে তিনি মাঠে ফিরতে পারবেন না বলে মত ওয়াকিবহাল মহলের।

চোটে মাঠের বাইরে কেএল রাহুল। আইপিএলের সময়ে চোট পান রাহুল। লন্ডনে অস্ত্রোপচারের পর কেএল রাহুল এখন এনসিএতে। তাঁর দলে ফেরা নিয়ে এখনও ধোঁয়াশা। এর মধ্যে ইন্সটাগ্রামে রাহুল মাঠে শুয়ে থাকার একটি ছবি দিয়েছেন। ছবির ক্যাপশন ‘আবার নিজের মত লাগার শুরু’ পাশে একটি দৌড়নোর ইমোজি। অনুশীলনের পরে মাঠে শুয়ে থাকার এই ছবি দেখে তাঁর দলে ফেরার ব্যপারে আশাবাদী ভক্তরা। অনেক দ্রত সেরে ওঠার শুভেচ্ছা জানান। কেএল রাহুল তাঁর সোশাল মিডিয়ায় নিজের সেরে ওঠার আপডেট দিচ্ছেন। বোর্ডও চাইছে না ক্রিকেটারদের চোট সারানোর তাড়াহুড়ো করতে। শুধু বিশ্বকাপে রাহুলকে দলে চাইছে বিসিসিআই। টিম ইন্ডিয়ায় কেএল রাহুল ছাড়াও চোটে দলের বাইরে একাধিক ক্রিকেটার। যশপ্রিত বুমরা, শ্রেয়স আইয়ার মাঠের বাইরে। ঋষভ পন্থ এখনও সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না। ২০২৪ এর আগে তিনি মাঠে ফিরতে পারবেন না বলে মত ওয়াকিবহাল মহলের।

Elien In Pasific Ocean: প্রশান্ত মহাসাগরে এলিয়েন
Aircraft: বিমানে বাঁদিকের দরজা ব্যবহার হয় কেন?
Elien In Pasific Ocean: প্রশান্ত মহাসাগরে এলিয়েন
Aircraft: বিমানে বাঁদিকের দরজা ব্যবহার হয় কেন?