ISRO Satellite: স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরো

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 02, 2023 | 4:37 PM

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা উৎক্ষেপণ করছে বেশ কয়েকটি স্যাটেলাইট। একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ISRO। এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। স্যাটেলাইটটির নাম ছিল NVS-01।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা উৎক্ষেপণ করছে বেশ কয়েকটি স্যাটেলাইট। একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ISRO। এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। স্যাটেলাইটটির নাম ছিল NVS-01। আগে অনেক কারণে এই নেভিগেশন স্যাটেলাইটটি পাঠানো সম্ভব হয়নি। অবশেষে নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হল। এর আগে উৎক্ষেপণ করা হয়েছিল ৭টি NavIC উপগ্রহ। সেই উপগ্রহগুলো কাজ ছিল নক্ষত্রপুঞ্জের মতো। এর মাধ্যমে নেভিগেশন সিগন্যাল পেত ভারত। পৃথিবীর জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপন করা হবে। এই স্যাটেলাইটটির নাম NVS-01। এই স্যাটেলাইটটি স্থাপন করা হবে ৩৬,৫৬৮ কিলোমিটার উচ্চতায়। পৃথিবীর চারিদিকে এই স্যাটেলাইটটি ঘুরবে উপবৃত্তাকার কক্ষপথে। GSLV-F12 রকেটের ওজন ৪২০ টন। এটির উচ্চতা ৫১.৭ মিটার। NVS-01 স্যাটেলাইটটির ওজন ২২৩২ কেজি। এই স্যাটেলাইটটি থেকে জানা যাবে রিয়েল টাইম পজিশনিং। ১২ বছর ধরে এই স্যাটেলাইটটি কাজ করবে। এই নেভিগেশন স্যাটেলাইটে থাকবে রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি। NVS-01 স্যাটেলাইটের সাহায্যে খেয়ার রাখা হয় আকাশ ও নৌচলাচলের দিকে। এই স্যাটেলাইট সাহায্য করে কক্ষপথ নির্ধারণ করার জন্য।