Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 06, 2024 | 11:23 PM

অসুস্থ ক্যাটরিনা কাইফ? আচমকাই ভক্তদের চোখে পড়েছে ক্যাটরিনার হাতে রয়েছে একটি কালো রঙের প্যাচ। তবে তা আরও স্পষ্ট ভাবে দৃশ্যমান হয়েছে নবরাত্রির অনুষ্ঠানের বিভিন্ন ছবি আর ভিডিয়োতে। যা দেখে ভক্তদের একাংশ ক্যাটকে নিয়ে বেশ উদ্বেগই প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন, “তিনি কি সুস্থ আছেন?”

রেস-এ ফিরছেন সইফ

চলচ্চিত্র প্রযোজক রমেশ তৌরানি জানিয়েছেন যে অভিনেতা সইফ আলি খান তাঁর জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি রেসের ফিরতে চলেছেন। ‘রেস ৪’-এ সইফকে মুখ্য চরিত্রে দেখা যাবে এবং ২০২৫ সালে এর শ্যুটিং শুরু হবে।

শ্রাবন্তীকে চমক

অ্যাপার্টমেন্টের কলিং বেল বাজতেই দরজা খোলেন শ্রাবন্তীর সহকারী। সুন্দরী টলি নায়িকার বাড়ির দরজায় হাজির ‘বহুরূপী’। এভাবেই প্রচার চালাচ্ছেন শিব প্রসাদ। ‘বহুরূপী’র সাজে শিবপ্রসাদকে দেখেই হাসি থামল না নায়িকার। সেই সঙ্গে আবদার, ‘একটা ছবি তুলতে হবে…’। পাশাপাশি ননীচোরা দাসের উদ্দেশে প্রশ্ন করলেন, ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’

অসুস্থ ক্যাটরিনা?

অসুস্থ ক্যাটরিনা কাইফ? আচমকাই ভক্তদের চোখে পড়েছে ক্যাটরিনার হাতে রয়েছে একটি কালো রঙের প্যাচ। তবে তা আরও স্পষ্ট ভাবে দৃশ্যমান হয়েছে নবরাত্রির অনুষ্ঠানের বিভিন্ন ছবি আর ভিডিয়োতে। যা দেখে ভক্তদের একাংশ ক্যাটকে নিয়ে বেশ উদ্বেগই প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন, “তিনি কি সুস্থ আছেন?”

ফের স্বজনপোষণ?
ভাসান বালার ছবি ‘জিগরা’য় অভিনয় করছেন আলিয়া ভাট। ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। কিন্তু তারই পাশাপাশি এ ছবি বিতর্কও তৈরি করেছে। এই ছবিকে কেন্দ্র করেই ফের স্বজনপোষণ ও পরিবারতন্ত্রের বিতর্কে জড়িয়েছেন করণ জোহর ও আলিয়া ভাট। সম্প্রতি এক অনুষ্ঠানে ভাসান বালা জানিয়েছেন, অসম্পূর্ণ চিত্রনাট্য আলিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন করণ। চিত্রনাট্য পাঠানোর আগে পরিচালককে অনুমতি পর্যন্ত নেননি।

কত কোটি পাচ্ছেন সলমন?
শুরু হতে চলেছে বিগ বস ১৮। এবারও সঞ্চালনায় সলমন খান। তবে পারিশ্রমিক প্রতিবারের মত এবারও বাড়ল লাফিয়ে। মাস পিছু পাচ্ছেন তিনি ৬০ কোটি টাকা। টাকার অঙ্ক শুনে চমকে উঠছে নেটপাড়া।

দেবের অনুরোধ
আর মাত্র কিছু দিন। মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা। ছবিতে রয়েছেন দেব-রুক্মিণী, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অনেকেই। এবার ছবি নিয়েই দেবের অনুরোধ, সাসপেন্সে ভরা এই ছবির রিভিউ দিতে গিয়ে কেউ যেন পুরো টুইস্টই না বলে দেয়, একই সঙ্গে তাঁর অনুরোধ পাইরেসি প্রতিরোধে তাঁর ভক্তরা যেন সক্রিয় ভূমিকা নেয়।

সলমনকে ‘হ্যাঁ’
রাজি হননি বাঙালি অভিনেতা যশ দাশগুপ্ত ও দেবচন্দ্রিমা। তবে বিগবসের অফার সাদরে গ্রহণ করলেন আর এক বাঙালি অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়। এ বারের সিজনে দেখা যাবে তাঁকে। নাইরার ভাল নাম মধুরিমা বন্দ্যোপাধ্যায়। পরিচালক প্রিয়দর্শনের ছবি ‘ধামাল মালামাল’-এই ডেবিউ হয় তাঁর। দক্ষিণী ছবির জগতে তিনি বেশ পরিচিত নাম।

বেআইনিভাবে টাকা আত্মসাৎ!
বিপাকে দক্ষিণী অভিনেতা নাগার্জুন। হায়দরাবাদের এন কনভেনশন সংক্রান্ত মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠে এসেছে নাগার্জুনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ৩ অক্টোবর, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায়, ভাস্কর রেড্ডি নামের এক ব্যক্তি মাধবপুর থানায় নাগার্জুনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কনভেনশন সেন্টার বা অনুষ্ঠানস্থল থেকে অন্যায়ভাবে মুনাফা অর্জন করেছেন অভিনেতা নাগার্জুন।

বিগবসে পুকি বাবা
বিগ বসের ধামাকেদার ১৮ তম সিজন নিয়ে ফিরছেন সলমন খান। রবিবার রাতেই শো-এর গ্র্যান্ড প্রিমিয়ার। তার আগে কালার্স চ্যানেলের তরফে সামনে এল নতুন প্রোমো। যেখানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় বাবাজি অনিরুদ্ধাচার্য ওরফে পুকি বাবার সঙ্গে দেখা গেল ভাইজানকে। নতুন সিজনে স্বঘোষিত গডম্যান অনিরুদ্ধাচার্যকে শোয়ের প্রতিযোগীদের জীবনের পরামর্শ দিতে দেখা যাবে।