Katrina Kaif: লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ক্যাটরিনার এ কেমন চেহারা!
Katrina Kaif: ক্যাটরিনা কাইফ সত্যি মা হতে চলেছেন? বেশ কিছুদিন ধরে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সামনে এল এ কী ছবি? লন্ডনে ভিকি কৌশলের হাত ধরে হাঁটছেন তিনি। লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ক্যাটরিনার এ কেমন চেহারা! পেটের অংশ বেশ ফোলা, লংকোর্টে ঢাকা। যা দেখে অনেকেই সিলমোহর দিচ্ছেন তাঁর মা হওয়ার খবরে।
প্রয়াত উদয়শঙ্কর পাল
প্রয়াত অভিনেতা উদয়শঙ্কর পাল। সেই উদয়শঙ্কর, যাঁকে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে দরিদ্র বিহারী হাতে টানা রিকশাওয়ালার চরিত্রে দেখেছেন দর্শক। সেই উদয়শঙ্কর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ফুসফুসে ক্যানসার ছিল তাঁর। থার্ড স্টেজ ক্যানসার। চিকিৎসকেরা প্রায় জবাব দিয়েই দিয়েছিলেন। তাও তাঁকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন চিকিৎসকেরা। প্রথম দিকে বাড়িতেই ছিলেন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস নিয়েছিলেন উদয়শঙ্কর।
ছেলেরা পাত্তা দিলেন না ধর্মেন্দ্রকে?
ধর্মেন্দ্রর মনে খুব দুঃখ জমা পড়েছে। ছেলেরা তাঁকে ভোট দিতে নিয়ে আসেনি, তাতে নাকি তিনি ক্ষুব্ধ হয়েছেন। এমন নানা প্রশ্ন উঁকি দিচ্ছে নেটিজ়েনদের মনে। কেউ-কেউ তো এ কথাও বলেছেন, “বৃদ্ধ বাবাকে ভোট দিতে নিয়ে আসলে কি খুব ক্ষতি হয়ে যেত সানি এবং ববির।”
মা হতে চলেছেন ক্যাট?
ক্যাটরিনা কাইফ সত্যি মা হতে চলেছেন? বেশ কিছুদিন ধরে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সামনে এল এ কী ছবি? লন্ডনে ভিকি কৌশলের হাত ধরে হাঁটছেন তিনি। লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ক্যাটরিনার এ কেমন চেহারা! পেটের অংশ বেশ ফোলা, লংকোর্টে ঢাকা। যা দেখে অনেকেই সিলমোহর দিচ্ছেন তাঁর মা হওয়ার খবরে।
দ্বিতীয় প্রিওয়েডিং
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে এবার দ্বিতীয় প্রিওয়েডিং পার্টি। অনুষ্ঠিত হবে ২৮-৩০ মে। আম্বানি পরিবার একটি বিলাসবহুল ক্রুজে প্রায় ৮০০ জন অতিথিকে ডাকবে। ক্রুজটি ৩ দিনে মধ্যে ৪৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং ইতালি থেকে দক্ষিণ ফ্রান্সের দিকে যাবে।
স্ত্রীর প্রশংসা
স্ত্রী টুইঙ্কেল খান্নার বুদ্ধিমত্তারও যথেষ্ঠ প্রশংসা করে অক্ষয় কুমার এবার জানালেন, তাঁকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে তিনি সত্যি ধন্য। এখানেই শেষ নয়, পাশাপাশি বললেন, ”ওঁর বয়স এখন ৫০ তাও এখনও পড়াশোনার প্রতি ওঁর কী আগ্রহ, কী অধ্যাবসায়। টুইঙ্কল ইতিমধ্যেই মাস্টার্স শেষ করেছে এবং এখন পিএইচডি করছে।”
গৌরবের ইচ্ছেপূরণ
অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ফিটনেস নিয়ে সদা সচেতন। এই বছরের জিমের ক্ষেত্রে তিনটি রেজোলিউশন নিয়েছিলেন তিনি। তারমধ্যে একটি গতকাল পূর্ণ হয়েছে। তাঁর কথায়, ” মাটি থেকে ১৯০ কেজির ভারোত্তলোন করতে পেরেছি। আশা করছি এই বছরের শেষ নাগাদ অন্য দুটিও নিশ্চয়ই করে ফেলব।”
সঙ্গে নেই কাঞ্চন!
জৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়। তাই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো। আজ গোটা বাংলা জুড়ে অনেকেই পালন করে থাকেন এই ব্রত। ব্যতিক্রম নয় টলিপাড়াও। এবার মা মঙ্গলচণ্ডীর আরাধনায় মেতে উঠলেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তবে সঙ্গে নেই কাঞ্চন। ভোট নিয়ে এই মুহূর্তে দারুণ ব্যস্ত তিনি।
আসছে দেবের বায়োপিক
বেশ কয়েক বছর আগে আমি রবীন্দ্রনাথ নামক একটি ছবি এনে সাড়া ফেলেছিলেন পরিচালক বিশ্বজিৎ। ট্রোল, মিমের বন্যা বয়েছে সেই ছবি নিয়ে। এবার আবার আরও একটি নতুন ছবি আনছেন সেই পরিচালক। তাও কাকে নিয়ে, বাংলার অন্যতম সুপারস্টার দেবকে নিয়ে। হ্যাঁ, তাঁর আগামী ছবির নাম দেব। আর সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই সেটা দেখে হেসে কূলকিনারা পাচ্ছে না নেট নাগরিকরা।
লোপামুদ্রার লোভ
রেস্তোরাঁয় গিয়েছিলেন স্বামী-স্ত্রীতে কোয়ালিটি টাইম কাটাতে। তারপর একটু পেটপুজো করতে মন চায় তাঁদের। সঙ্গীত পরিচালক জয় সরকারের আবদারেই মেনু কার্ড দেখে অর্ডার করা হল সুস্বাদু ব্রাউনি-ভ্যানিলা আইসক্রিম। তা দেখে নিজের মধ্যে চেপে রাখা লোভ উঁকি দিতে শুরু করে লোপামুদ্রার। তিনি ফোন বের করে পোস্ট করে বসেন। কালো সানগ্লাস পরে লোপামুদ্রা। সামনেই রাখা ব্রাউনি-ভ্যানিলা আইসক্রিম। গায়িকার সরল উক্তি, “আমি বড়?? না লোভ??” গায়িকার শুভাকাঙ্খীরা বলে বসেন, “আরে খাস না রে।” গায়িকার উত্তর, “খেয়েই তো পাপ হল।”