SIR: সেরা ১০-এ ঠাঁই পেল কলকাতা, দেখুন

Dec 17, 2025 | 5:16 PM

হিসাবের নীরিখে তালিকার শীর্ষে উত্তর কলকাতার জোড়াসাঁকো। তারপর চৌরঙ্গি। এরপর কলকাতা বন্দর। পরে রয়এছে বালিগঞ্জ, শ্যামপুকুর ও কাশীপুর বেলগাছিয়া। এরপর রয়েছে বেলেঘাটা। এ প্রসঙ্গে বিজেপি নেতা তাপস রায় বলেন, "এটাতে রাজনৈতিক প্রভাব পড়বে ভোটে।"

ভোটারদের নাম বাদ যাওয়ায় সেরা দশে কলকাতা। যে বিধানসভা এলাকার সব থেকে বেশি ভোটার বাদ গিয়েছে তা এই কলকাতার। হিসাবের নীরিখে তালিকার শীর্ষে উত্তর কলকাতার জোড়াসাঁকো। তারপর চৌরঙ্গি। এরপর কলকাতা বন্দর। পরে রয়এছে বালিগঞ্জ, শ্যামপুকুর ও কাশীপুর বেলগাছিয়া। এরপর রয়েছে বেলেঘাটা। এ প্রসঙ্গে বিজেপি নেতা তাপস রায় বলেন, “এটাতে রাজনৈতিক প্রভাব পড়বে ভোটে।”