দলবদলের জন্য বিশ্বাস বদলে যাবে! এ কেমন রাজনীতি?: কুণাল

| Edited By: সোমনাথ মিত্র

Apr 30, 2025 | 8:14 PM

অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। অপূর্ব সেই জগন্নাথধাম। মুখ্যমন্ত্রীর তৎপরতায় গোটা দিনময় কর্মসূচি, অনুষ্ঠান। প্রাঙ্গনে থিকথিকে ভিড়, তারকাদের হাট। দেব, প্রসেনজিৎ, ইমন কে নেই সেখানে। বিকেলে সেখানে জগন্নাথ দর্শনে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ‌ও। এদিকে শুভেন্দু অধিকারী এদিন‌ই কাঁথিতে অন্য কর্মসূচি ফেলে বসেন। কী বলছেন এবিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ? দেখুন

অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। অপূর্ব সেই জগন্নাথধাম। মুখ্যমন্ত্রীর তৎপরতায় গোটা দিনময় কর্মসূচি, অনুষ্ঠান। প্রাঙ্গনে থিকথিকে ভিড়, তারকাদের হাট। দেব, প্রসেনজিৎ, ইমন কে নেই সেখানে। বিকেলে সেখানে জগন্নাথ দর্শনে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ‌ও। এদিকে শুভেন্দু অধিকারী এদিন‌ই কাঁথিতে অন্য কর্মসূচি ফেলে বসেন। কী বলছেন এবিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ? দেখুন