Foreign Transaction: বিদেশে টাকা পাঠাতে নয়া নিয়ম

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 28, 2023 | 7:49 PM

বিদেশে অনেকেই নানা কারণে টাকা পাঠান। একবার জেনে নিন আয়করের নতুন নিয়মের ব্যাপারে। আয়করের নতুন নিয়ম কার্যকর হবে ১ জুলাই থেকে। এবার থেকে বেশি টাকা কর দিতে হবে বিদেশে লেনদেন করার জন্য।

বিদেশে অনেকেই নানা কারণে টাকা পাঠান। একবার জেনে নিন আয়করের নতুন নিয়মের ব্যাপারে। আয়করের নতুন নিয়ম কার্যকর হবে ১ জুলাই থেকে। এবার থেকে বেশি টাকা কর দিতে হবে বিদেশে লেনদেন করার জন্য। আয়কর দফতর চার্জ বাড়িয়েছে ৫% থেকে ২০% করেছে। চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠাতে হলে, কর দিতে হবে ৫%। পড়াশোনার খরচের জন্য বিদেশে টাকা পাঠাতে হলে,কর দিতে হবে ৫%। অন্যান্য ক্ষেত্রে ২০% কর দিতে হবে। জানা গেছে, ৭ লক্ষ টাকা অবধি এই নিয়ম চালু আছে। ১০ লক্ষ টাকা পাঠানোর জন্য আপনাকে ১২ লক্ষ টাকা দিতে হবে। ট্যাক্স রিটার্ন ফাইল করার পর,ট্যাক্স ক্রেডিটের অতিরিক্ত টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। আর্থিক প্রতারণার যাতে কমানো যায়,সেই জন্য আয়কর বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

Asia Tallest Tree: এশিয়ার সবথেকে উঁচু গাছ
Shola Village: পরাগ নয়, ইনকাম দেয় শোলার ফুল
Asia Tallest Tree: এশিয়ার সবথেকে উঁচু গাছ
Shola Village: পরাগ নয়, ইনকাম দেয় শোলার ফুল