Ram Mandir: বহরমপুরে রামমন্দিরের শিলা পুজো করলেন বিজেপি নেতা
Babri Masjid: এই বেলডাঙা থেকে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই বহরমপুরের মনীন্দ্র নগর এলাকার পূর্বাশা ক্লাবের মাঠ। সেখানে আয়োজন হয়েছে রাম মন্দিরের জন্য শিলা পুজোর। আয়োজন করেছেন বিজেপি নেতা শাখারভ সরকার। পরবর্তীতে যেখানে মন্দির তৈরি হবে, সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপনের পুজো অনুষ্ঠিত হবে।
মুর্শিদাবাদ: দূরত্ব খুব একটা নয়। বেলডাঙার মরাদিঘি এলাকায় বিশাল আয়োজন। রয়েছে খাওয়াদাওয়ার ব্যবস্থা। সবটাই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের উদ্য়োগে। ৬ ডিসেম্বর অযোধ্যায় এককালে উপস্থিত বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদে বাংলার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর করলেন তিনি।
আর এই বেলডাঙা থেকে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই বহরমপুরের মনীন্দ্র নগর এলাকার পূর্বাশা ক্লাবের মাঠ। সেখানে আয়োজন হয়েছে রাম মন্দিরের জন্য শিলা পুজোর। আয়োজন করেছেন বিজেপি নেতা শাখারভ সরকার। পরবর্তীতে যেখানে মন্দির তৈরি হবে, সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপনের পুজো অনুষ্ঠিত হবে। যা ঘিরে দিনভর তুঙ্গে থাকল রাজনৈতিক পারদ।