Basirhat News: ২ কেজি মাদকসহ হাতে নাতে গ্রেফতার
দু কেজিও বেশি নিষিদ্ধ মাদকদ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলে অশোকনগর থানার পুলিশ। জানা গেছে এই দিন সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার সুবিদ সংঘ এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহ হতেই আটক করেন স্থানীয়রা।
দু কেজিও বেশি নিষিদ্ধ মাদকদ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলে অশোকনগর থানার পুলিশ। জানা গেছে এই দিন সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার সুবিদ সংঘ এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহ হতেই আটক করেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় থানায় পুলিশ গিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় দু কেজি র বেশি নিষিদ্ধ মাদক।
জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিক্রির উদ্দেশ্যে এই মাদক নিয়ে এসেছিল সে। এরপরই অশোকনগর থানার পুলিশ গ্রেফতার করে তাকে। জানা গিয়েছে সুব্রত চক্রবর্তী বছর ২৮ এর ওই যুবকের বাড়ি বসিরহাট এলাকায়। তবে এত পরিমান মাদক কিভাবে কার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন ওই অভিযুক্ত সে বিষয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে অশোকনগর থানার পুলিশ তবে এভাবে ভর সন্ধ্যায় মাদক সহ সহ একজন গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। গোটা ঘটনার তদন্তে নেমেছে থানার পুলিশ।