Shaktikanta Das: বিদেশে নজির গড়লেন আরবিআই-এর গভর্নর!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 19, 2023 | 4:01 PM

শক্তিকান্ত দাসকে লন্ডনে 'গভর্নর অব দ্য ইয়ার' পুরস্কার দেওয়া হল। খারাপ সময়ের মধ্যেও শক্তিকান্ত দাস ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁকে বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শক্তিকান্ত দাসের আগে ২০১৫ সালে আরবিআই-এর গভর্নর এই পুরস্কার পেয়েছিলেন

সারা বিশ্বের মধ্যে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস সেরার তকমা পেলেন। শক্তিকান্ত দাসকে লন্ডনে ‘গভর্নর অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হল। খারাপ সময়ের মধ্যেও শক্তিকান্ত দাস ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁকে বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শক্তিকান্ত দাসের আগে ২০১৫ সালে আরবিআই-এর গভর্নর এই পুরস্কার পেয়েছিলেন। সেই সময় তৎকালীন আরবিআই-এর গভর্নর ছিলেন রঘুরাম রাজন। পুরস্কারের জন্য মার্চ মাসে শক্তিকান্ত দাসের নাম উঠে আসে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ককে তিনি অনেক দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাই জন্য তাঁর নাম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁকে আরবিআই-এর গভর্নরের দায়িত্ব দেওয়া হয় ২০১৮ সালে। শক্তিকান্ত দাসের নিয়োগের আগে, নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি দেউলিয়া হয়ে গিয়েছিল। অভাব দেখা দিয়েছিল লিকুইডিটির ওপর। খারাপ প্রভাব পড়েছিল মাঝারি ব্যাঙ্কের ওপরে। বেশ কিছু ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গিয়েছিল। সেই ব্যাঙ্কগুলির মধ্যে ছিল পঞ্জাব এবং মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক। সেই কঠিন অবস্থা শক্তিকান্ত দাস নিজে সামাল দিয়েছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও তিনি এগিয়ে নিয়ে গেছেন সামগ্রিক ব্যাঙ্কিং ব্যবস্থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে, ভারতীয় অর্থনীতি বেড়েছে সবথেকে দ্রুত।