Restaurants Owned By Indian Cricketers : সুস্বাদু খাবারেও চমক দিচ্ছে এই ক্রিকেটাররা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 28, 2023 | 8:07 PM

সুরেশ রায়নার আমস্টারডামের রেস্তরাঁতে পাবেন উত্তর ও দক্ষিণ ভারতীয় সব খাবার। ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছেন রায়না। বিরাট কোহলির রেস্তরাঁ খুবই জনপ্রিয়।

সুরেশ রায়নার আমস্টারডামের রেস্তরাঁতে পাবেন উত্তর ও দক্ষিণ ভারতীয় সব খাবার। ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছেন রায়না। বিরাট কোহলির রেস্তরাঁ খুবই জনপ্রিয়। সেই রেস্তরাঁর নাম One8commune। কলকাতা, মুম্বই সহ বেশ কয়েকটি শহরে বিরাট কোহলির রেস্তরাঁ আছে। দিল্লিতে NUEVA নামেও বিরাট কোহলির রেস্তরাঁ আছে। দিল্লিতে থাকলে, স্ত্রী অনুষ্কাকে নিয়ে নিজের রেস্তরাঁতে কখনও কখনও ঢুঁ মারেন। রবীন্দ্র জাডেজারও রেস্তরাঁর ব্যবসা আছে।
তাঁর রেস্তরাঁর নাম ‘জাড্ডুস ফুড ফিল্ড’। ভারতীয় দলের অনেক ক্রিকেটার সেখানে গিয়ে খাবার খেয়েছেন। কপিল দেবেরও আছে রেস্তরাঁর ব্যবসা ।
তাঁর রেস্তরাঁটি আছে পটনাতে। সেই রেস্তরাঁর নাম Elevens। সেখানে পাওয়া যায় ইন্ডিয়ান,কন্টিনেন্টাল খাবার। ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানার ক্যাফের নাম SM 18। প্রাক্তন ক্রিকেটার জাহির খানের রেস্তরাঁ আছে পুনেতে। সেই রেস্তরাঁর নাম ফাইন ডাইন রেস্তরাঁ। এই রেস্তরাঁতে স্পোর্টস লাউঞ্জও আছে।