WB Madrasah Result 2023: ক্যুরিয়ার এজেন্সিতে কাজ, রাজ্য়ে নবম
Madrasah Result: ক্যুরিয়ার এজেন্সিতে লোডিং আনলোডিং-এর কাজ করে চলছিল পড়াশোনা, ফজিলে রাজ্যে নবম স্থান করে নিল ডানকুনির শেখ পাড়ার ছাত্র শেখ ইসরাইল।
ক্যুরিয়ার এজেন্সিতে লোডিং আনলোডিং-এর কাজ করে চলছিল পড়াশোনা, ফজিলে রাজ্যে নবম স্থান করে নিল ডানকুনির শেখ পাড়ার ছাত্র শেখ ইসরাইল। মাদ্রাসা বোর্ডের ফাজিলের ফলাফল প্রকাশিত হয়েছে আজ। রাজ্যে নবম স্থান করেছে ডানকুনির শেখ পাড়ার শেখ ইসরাইল। ডানকুনি সিদ্দিকীয়া সিনিয়ার মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ইসরাইল। বছর তিনেক আগে বাবা ও মায়ের মৃত্যুর পর আর্থিক সংকটে পরে ইসরাইল। এরপরই আর্থিক সংকট দূর করতে একটি ক্যুরিয়ার এজেন্সিতে লোডিং আনলোডিং এর কাজ শুরু করেন পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকে ইসরাইল। আগামী দিনে এখন ইসলামিক স্কলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানান ইসরাইল। তার এই ফলাফলে খুশি পরিবার ও এলাকার মানুষ।
Published on: May 21, 2023 05:18 PM