RG Kar Case: দিকে দিকে একটাই স্লোগান, WE WANT JUSTICE, আজ এক মাস পের হবে তিলোত্তমা হত্যার, এখনও বিচার তো দূর একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া কেউই ধরা পড়েনি। কবে মিলবে বিচার? আদৌ কি মিলবে বিচার? এই আরজি কর কাণ্ড পুলিশের ওপর ভরসা তুলে দিয়েছে সাধারণ মানুষের? প্রথম থেকেই পুলিশের ভূমিকায় দাবি উঠেছিল সিবিআই তদন্তের। দাবি উঠেছিল বিচারবিভাগীয় তদন্তের। এই হারানো ভরসা কি ফেরানো সম্ভব? পুলিশের কি সম্ভব রাজনীতির নাগপাশ থেকে বেরিয়ে এসে মাথা উঞ্চ করে কাজ করা? দেখাব আজকের চতুর্থ অর্থাৎ শেষ পর্বে।