Trump-Putin Relationship: কূটনীতিকদের প্রশ্ন, একদিন আগে পুতিন ঘনিষ্ঠ, তারই প্রেস সচিব যা বললেন, পুতিন ঠিক তার উল্টো কথা বললেন। এটা কীভাবে সম্ভব? আর তাই এদের একাংশের ধারণা, রুশ - আমেরিকা সম্পর্কে বরফ গলাতে ভারতের একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। কারণ ওই দুই সুপারপাওয়ার এক টেবিলে এলে যুদ্ধ বন্ধে একটা বড় ধাপ এগোনো যাবে। ভারত কতটা কী করেছে বা আদৌ করেছে কি না, কিছুই স্পষ্ট নয়। কিন্তু এমন একটা সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে বলা যেতে পারে।