Tollywood, Danab Movie: দ-এ ‘দানব’ আসছে তেড়ে, বাংলার এই সাইকোলজিক্যাল থ্রিলারে কী উঠে আসছে?
Danab, Psychological Thriller: সাইকোলজিক্যাল থ্রিলারের মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার এবং অন্যান্যরা। কিছুদিন আগেই শহরে সেই ছবির গ্র্যান্ড ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল বেশ জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলী ও টলিউডের স্বনামধন্য ব্যক্তিবর্গরা।

শিবা মর্গে ডোমের কাজ করে। হঠাৎই মর্গে নিজের প্রাণাধিক প্রিয় ভালবাসার মানুষ উমাকে দেখতে পেলেন! মৃতদেহ এসেছে পোস্টমর্টেমের জন্য। এইবার কী করবে শিবা? পরের দিন সকালের হেডলাইনে একটাই খবর, মর্গে মৃতদেহকে পাশবিক ধর্ষণ করল কে? এইবার কোনদিকে মোড় নেবে গল্প? উত্তর পেতে চোখ রাখতে হবে ‘দানব’-এ। এই সাইকোলজিক্যাল থ্রিলার যেন বাস্তবেরই গল্প। পরিচালক আতিউল ইসলামের নতুন ছবির পোস্টারে ফুটে উঠেছে নানাবিধ এক্সপ্রেশন!
বাংলা ছবির নতুন জুটি রুপ্সা মুখোপাধ্যায় ও পিয়ার খান। একগুচ্ছ তারকা নিয়ে তৈরি হয়েছে ‘দানব’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার ও অন্যান্যরা। কিছুদিন আগেই শহরে সেই ছবির গ্র্যান্ড ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল বেশ জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলী ও টলিউডের স্বনামধন্য ব্যক্তিবর্গরা। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই তা নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এবার সেই ছবি মুক্তির পালা।
ছবির পরিচালক আতিউল ইসলাম সাফ জানালেন, ‘এই ছবিতে কঠিন বাস্তব ফুটে উঠবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, তাও উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারেন, সেই গল্পও উঠে আসবে এই ছবিতে।‘ এই ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। ছবির মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায় ও দেবজ্যোতি কার। ছবিতে গান গেয়েছেন জাভেদ আলি, রুপম ইসলামের মতো গায়ক। অনুভব ঘোষ ছবির চিত্রনাট্য লিখেছেন। আগামী ১২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে ‘মোহনা ফিল্মস’ এর ব্যানারে।
